সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বর্তমানে আমরা নিজেদের পছন্দের অভিনেতা অভিনেত্রীদের ফলো করে থাকি। আজকাল আর খবরের কাগজের প্রতীক্ষা করতে হয় না। কারণ সোশ্যাল মিডিয়া হাতের কাছে থাকার জন্য খুবই সহজ হয়েছে প্রিয় মানুষদের নাগাল পাওয়া। সম্প্রতি লন্ডনে রয়েছে বলিউড অভিনেত্রী সারা আলি খান।






সেখানে তিনি তার ছবি ‘মিশন ঈগল’ শ্যুটের জন্য গিয়েছেন। তবে সেখানে গিয়ে ঘুরতে যাওয়া বন্ধ রাখেননি অভিনেত্রী। মা অমৃতাকে নিয়ে দিব্যি ঘুরে চলেছেন মনের মতন। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন যা নিমেষেই ভাইরাল হয়ে চলেছে। আর তার অনুরাগীরা পছন্দের অভিনেত্রীর ছবি দেখে মুগ্ধ হয়ে চলেছেন।
সম্প্রতি সারা একটি ছবি পোস্ট করেছেন। যেটি ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে। সেই ছবিতে তার লাস্যময়ী ভাব ফুটে উঠেছে। লাল রঙের একটি বিকিনি পরে সুইমিং পুলে ডুব দিয়েছেন অভিনেত্রী। দেখা গিয়েছে ভেজা চুল ঠিক করতে করতে ক্যামেরার দিকে চোখ ফেলেছেন তিনি। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছে।
ছবির শ্যুটিং-এর জন্য বিদেশে রয়েছেন তিনি। তার মধ্যে ঘুরে নিচ্ছেন এদিক সেদিক। এরপর অভিনেত্রীর হাতে রয়েছে একাধিক ছবির কাজ।





