গঙ্গার ঘাট থেকে উদ্ধার উত্তরপাড়ার নিখোঁজ নিট পরীক্ষার্থীর মৃ’তদেহ, তদন্তে পুলিশ

আজ সকালে গঙ্গায় স্নান করতে স্থানীয় কয়েকজন একটি মৃ”তদেহ ভাসতে দেখেন। তাঁরাই খবর দেন উত্তরপাড়া থানায়। পরে উত্তরপাড়া থানার পুলিশ এসে মৃ”তদেহ উদ্ধার করে।

কোন্নগরের যে ঘাটে ওই পরীক্ষার্থীর সাইকেল পাওয়া গিয়েছিল, তার থেকে ৪ কিলোমিটার দূরে উদ্ধার হয় দেহ। ওই পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন, নাকি এর পিছনে অন্য রহস্য আছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

রবিবার নিট। মঙ্গলবার অ্যাডমিট কার্ড আনার কথা বলে ওই পরীক্ষার্থী বাড়ি থেকে বেরিয়েছিলেন। তারপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি।

পুলিশ সূত্রে খবর, মৃ”ত ছাত্রের নাম অভীক মণ্ডল। কোন্নগরে একটি সরকারি আবাসনে থাকতেন। অভিকের বাবা সুভাষ মণ্ডল কলকাতা পুলিশে কনস্টেবল পদে কর্মরত।

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় সাইবার কাফে থেকে অ্যাডমিট কার্ড আনার নাম করে বাড়ি থেকে বের হন অভীক। কিন্তু আর বাড়ি ফেরেননি। মোবাইল ফোন বাড়িতে রেখে যাওয়ায় যোগাযোগ করাও যায়নি।

ওই দিন গভীর রাতে কোন্নগরের বারো মন্দির ঘাট থেকে উদ্ধার হয় তার সাইকেল। এরপরই থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার।

উত্তরপাড়া থানা সূত্রে খবর, ওই ছাত্রের মোবাইল ফোনের কল রেকর্ড খতিয়ে দেখা হয়। যেসব বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠতা ছিল তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। বিভিন্ন থানাকেও এই বিষয়ে সতর্ক করা হয়। আজ, শিবতলার শ্মশানঘাটের পাশ থেকে উদ্ধার হয় ওই পরীক্ষার্থীর মৃতদেহ।

এর আগে গত ১ তারিখ বেলঘরিয়ার বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান নিট পরীক্ষার্থী রক্ষিত মিত্তল। ১৭০ কিলোমিটার দূরে মুর্শিদাবাদের বেলডাঙায় উদ্ধার হয় স্কুটার ও হেলমেট। দানা বাঁধে রহস্য।

শেষমেশ, ২ দিন পর নিজেই ফিরে আসেন তিনি। পরিবার সূত্রে খবর, পরীক্ষার প্রস্তুতি ভাল না হওয়ার কারণেই ওই ছাত্র বাড়ি থেকে চলে গিয়েছিলেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.