বলিউড বাদশা শাহরুখ খানের একমাত্র মেয়ে সুহানা খান। তাকে মাঝে মধ্যেই দেখা যায় নানারকম স’চেতনামূলক বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলতে। স’ম্প্রতি তার একটি ছবিতে ব’র্ণবৈষম্যমূ’লক ম’ন্তব্য করায় ক্ষু’ব্ধ হয়েছেন সুহানা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে এমন এক মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজে’র অ’ভিমত শে’য়ার করেন তিনি। সেটি এরইমধ্যে ভা’ইরাল হয়েছে।
সুহানার গায়ের রং নিয়ে কটু মন্তব্য করেছিলেন একজন। সেই ম’ন্তব্যের স্ক্রি’নশট দিয়ে বেশ ক্ষু’ব্ধ ভা’ষায় সুহানা তার পো’স্টে লেখেন, ‘বর্তমানে নানা বিষয় নিয়ে আম’রা অ’স্থির সময় পার করছি। আমা’র মনে হয় এটিও একটি ব্যা’পার যা নিয়ে আমাদের এখনই আ’লোচনা করা উ’চিত। কারণ শুধু আমি একা নই, আমা’র মত অনেক ছেলেমেয়েই র’য়েছেন যারা এই নিকৃ’ষ্ট ভা’বধারা নিয়ে বেড়ে ওঠেন।
আমা’র ছবিতে মাঝে মাঝেই দেখা যায় অনেকে আমা’র গায়ের রং নিয়ে কটু মন্তব্য করেন। বেশি অ’বাক লাগে তারা সবাই প্রাপ্তবয়স্ক এবং ভারতীয় এটা দেখে। নিজ দেশের মানুষের কাছ থেকে এমন মন্তব্য আমাকে নি’রাপ’ত্তাহীন করে তোলে।’
তিনি আরও লি’খেছেন, ‘ভারতীয় হিসেবে আমাদের গায়ের রং জ’ন্মগত শ্যা’মলা বা বাদামি। অনেকের ক্ষে’ত্রে তা পরিবর্তনও হয়। কিন্তু এই ব্যা’পারগুলো তো কারো হাতে নেই। কারো উ’চ্চতা বা গায়ের রং নিয়ে কথা বলো সত্যিই ল’জ্জাজনক। আমি ৫ ফুট ৭ ইঞ্চি না, আমি ৫ ফুট ৩ ইঞ্চি এবং আমা’র গায়ের রং শ্যা’মলা; আর আমি তাই নিয়ে খুশি। আমি মনে করি আপনারও খুশি হওয়া উচিত।’
তার সেই পো’স্টটি নজর কে’ড়েছে নে’টবাসীদের। বলা যায় সেটি মনে ধ’রেছে সবাই। কটু মন্তব্য করা ওই ব্য’ক্তিটিকে ধুয়ে দিয়েছেন সুহানার ফ’লোয়ারেরা। সেইস’ঙ্গে গায়ের রং নিয়ে মেয়েদের অপমান করার প্রতিবাদ জা’নানোর জন্য সুহানার জন্য ভালোবাসা জা’নিয়েছেন তারা।