টালিউডের জনপ্রিয় দুষ্টু মিষ্টি অভিনেত্রী তৃণা সাহার অভিনয় দেখার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা । বর্তমানে ‘খড়কুটো’ ধারাবাহিকে ‘গুনগুন’ চরিত্রে অভিনয় করছেন তৃনা সাহা।







যেখানে সৌজন্য আর গুনগুনের বাড়িতে বিয়ের সানাই বাজছে । সৌজন্য চরিত্র ও গুনগুন চরিত্রটি যেন ভক্তদের মনে একেবারে জায়গা করে নিয়েছে। প্রতিদিন সন্ধ্যে সাড়ে সাতটা বাজলেই ‘খড়কুটো’ দেখতে ভক্তদের ভিড় পরে যায় টিভির পর্দায়।
আপাতত গুনাগুনের পরিবার ও সৌজন্যের পরিবার গুনগুন-সৌজন্যের বিয়ে নিয়ে মেতে রয়েছেন । গুনগুন প্রথমে বিয়ের করবোনা করবোনা বলেও এখন বিয়ের আনন্দে মরশুল।







গুনগুন সৌজন্যের বাড়িতে হলুদ কোটার অনুষ্ঠানে হাজির হয়ে সেখানেই ননদ সাজিকে সঙ্গী করে মনের সুখে নেচে নিয়েছেন কিছুদিন আগেই আর সেই নাচের ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছিলো সোশ্যাল মিডিয়ায়।
আর এবার তৃনা সাহা কে দেখা গেলো এক ঝাঁক বান্ধবীদের সাথে ব্যাচেলর পার্টিতে জনপ্রিয় হিন্দি গানে নাচ করতে দেখা গেলো।







সেই রেশ কাটতে না কাটতেই এবার সাদা স্নানের পোশাকে তামিল গানে চুটিয়ে নাচ করতে দেখা গেলো ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেত্রীকে।
আর কিছুদিন পরেই ফেব্রুয়ারী মাসে নীল ভট্টাচার্যীর সাথে বিয়ে হতে চলেছে তার। আর তার আগেই বান্ধবীদের সাথে চুটিয়ে মজা করলেন ছোট পর্দার এই জনপ্রিয় নায়িকা। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।






