বিয়ের মরশুম এখনো শেষ হয়নি তাই সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে হামেশাই বিয়েবাড়ির নানান মজার ঘটনা দেখা যায়। এখন কোনো ঘটনা ক্যামেরাবন্দী করে তা সকলের সাথে ভাগ করে নেওয়া খুব সহজ হয়ে গেছে।






বিয়ে মানে যেমন একটি ছেলে ও মেয়ের জীবনে নতুন পর্ব শুরু হয় তেমন দুটি পরিবারেরও আত্মিক মেলবন্ধন ঘটে। তাইতো বিয়েবাড়ির অনুষ্ঠান ঘিরে বর-কনের মধ্যে যেমন আলাদা উন্মাদনা থাকে তেমন পাড়া প্রতিবেশী আত্মীর স্বজনের মধ্যে একটা আনন্দ বিনোদন কাজ করে। নাচ গান আনন্দ করে দূর্দান্ত ভাবে দিনটি স্মরণীয় করে রাখতে চান সবাই।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এরকম একটি বিয়ে বাড়ির ভিডিও ভাইরাল হয়েছে যেখানে কনে বা বরের এক আত্মীয়কে নাচ করতে দেখা যাচ্ছে। বিয়েবাড়িতে সকলেই গানের তালে ছন্দ মেলান কিন্তু এই মেয়েটির নাচ আলাদা ভাবে নজর কেড়েছে।






ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি ছোট্ট মেয়ে চুড়িদার পরে বলিউড গানে পারফরম্যান্স করছে। ভিডিওতে চারপাশে অনেক আরো লোকজন দেখা যাচ্ছে আর তার মাঝেই দেখা যাচ্ছে দূদান্ত ভঙ্গিতে
সে নাচ করে চলেছে। village daily Life নামের একটি অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে। আর তা নিমেষে ভাইরাল হয়েছে। প্রচুর মানুষ মেয়েটির পারফর্মম্যান্স এর প্রশংসা করেছেন। ভিডিওটি প্রায় আড়াই বছরের পুরনো হলেও তা আবার নতুন করে ভাইরাল হয়েছে





