সম্প্রতি এবার কাজের ফাঁকে বান্ধবীদের সাথে সমুদ্রে বেরিয়ে পড়লেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। আসলে কাজের যতই চাপ থাকুক না কেন নিজের জন্য সময় রাখতে






ভোলেন না তিনি। শ্যুটিংয়ের ফাঁকে বেরিয়ে পড়েন এদিক-ওদিক। সম্প্রতি এবার সেরকমই সমুদ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তারা। সেখান থেকে বেশ কিছু ছবিও পোস্ট করেছেন তিনি।
যেখানে দেখা যাচ্ছে তার সাথে রয়েছেন ট্রাভেল ভ্লগার তথা তার বান্ধবী সংহিতা দত্ত এবং সঞ্চারী চক্রবর্তী। তার পোস্ট করা ছবিগুলিতে দেখা যাচ্ছে সমুদ্রের এক
পাশে রয়েছে পাহাড়। ছবিতে তার পরনে হলুদ রঙের একটি পোশাক দেখা গিয়েছে। লাল লিপস্টিক, হালকা মেকআপে অনেক সুন্দর লাগছিল তাকে দেখতে।






ছবিতে দেখা যাচ্ছে কখনো সমুদ্রের জলে হুটোপুটি করছেন তারা আবার কখনো বোটে চড়ে পৌঁছে গিয়েছেন মাঝসমুদ্রে। শুধু তাই নয় কখনো সমুদ্রসৈকতের বালিতে দাঁড়িয়েও
পোজ দিয়েছেন তিনি। ছবিগুলি পোস্ট হতেই সেখানে নানানরকম মন্তব্যে ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। কেউ কেউ আবার তাকে বিকিনিতে দেখারও ইচ্ছেপ্রকাশ করেছেন।






আবার কারো মতে শ্রাবন্তী এখন কাকিমা হয়ে গিয়েছেন তাই তার বিশ্রাম নেওয়া উচিত। উল্লেখযোগ্য, কিছুদিন আগেই ‘তেলেঙ্গানা বাঙালী ফিল্ম ফেস্টিভ্যাল’এ একটি সিনেমার
জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। এছাড়াও তার হাতে রয়েছে একাধিক কাজ। শোনা গিয়েছে বাংলাদেশেও নাকি তার কাজের জন্য কথাবার্তা চলছে।





