বর্তমানে পৃথিবীর খবর জানার জন্য একমাত্র মাধ্যম হলো সোশ্যাল মিডিয়া। পৃথিবীর নানা অদ্ভু’ত আ’শ্চ’র্য ঘটনাবলী আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পারি ও জানতে পারি।
এমনকি সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে অনেক মানুষ তার সুপ্ত প্রতিভা কে বিশ্বের সামনে আনার সুযোগ পান। আমাদের দেশের কোন কোন
এমন অনেক প্রতিভা আছে যারা উপযুক্ত সুযোগের অভাবে সুপ্তই থেকে যান, কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়া সেই অসুবিধা দূর করেছে।
আজকাল সোশ্যাল কিশোর কিশোরী ও যুবক যুবতীদের প্রাধান্য বেশি। নাচ গান প্রভৃতি ভিডিওর সাথে সাথে নানারকম অ’দ্ভু’ত ঘটনাও ভাইরাল হতে দেখা যায়,
যা দেখে আমরা সত্যিই অ’বা’ক হয়ে যাই। সোশ্যাল মিডিয়ায় নানারকম ভিডিও সঙ্গে হা’স্যকৌতুক ভিডিও গুলো দুর্দান্ত ভাবে ভাইরাল হয়।
বিশেষ করে কিশোর-কিশোরী তরুণ-তরুণী এমনকি সমস্ত রকম বয়সের মানুষ নানারকম চিত্রনাট্যর মাধ্যমে নানা রকম মজার ভিডিও তৈরি করেন,
যা দেখি সত্যিই মানুষ মজা পান। এছাড়াও আমাদের বাস্তব জীবনে প্রায় সময় কখনও কোন ম’জার ঘটনার স’ম্মুখীন হতে হয়,
এগুলি সত্যিই আমাদের হাসিতে লু’টোপুটি করে দেয়। মাঝে মাঝে জীবনের সত্যি কারের ঘ’ট’না গুলি ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
সম্প্রতি ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে, এক ভদ্রলোক এবং তার সাথে সম্ভবত তার স্ত্রী “জানে কেয়া বাত এইসি” গানে তারা দুজনে নিজের মত পার’ফর্ম করেছেন।
ভিডিওর চারদিকে দেখে বোঝা যাচ্ছে এটি একটি গ্রাম, এবং তাদের পেছনেই রয়েছে একটি হাওয়া কল। সম্ভবত কোন হাওয়া বিদ্যুৎ কেন্দ্রের কাছে জায়গাটি।
কিন্তু এই জুটি কোন দিকে ভ্রু’ক্ষেপ করছে না, তারা নিজেদের মতোই নাচ করছেন গানটিতে। তাদের দেখেই বোঝা যাচ্ছে তাদের মধ্যে ভালোবাসা কতখানি।
ভিডিওটি দেখে মু’গ্ধ হয়ে গেছেন দর্শকরা। বিশেষ করে এই সাধারন জুটির অসাধারণ প্রে’ম মন কেড়েছে সকলের।
ভিডিওটি পো’স্ট করা হয়েছে প্রকাশ চাভন 59 নামে এক ইন’স্টা’গ্রাম প্রো’ফাইল থেকে, প্রায় ২৫০০০ মানুষ ভিডিওটি লা’ই’ক করেছেন।
প্রায় ১৫৪ জন মানুষ ক’মে’ন্ট করেছেন ভিডিওটিতে। ভিডিওটিতে এই সাধারন জুটিকে দেখে মু’গ্ধ হয়ে গেছেন দর্শকরা, বিশেষ করে তাদের দুজনের ভালবাসার আ’বে’গ আপ্লু’ত হয়ে উঠেছে নেটিজেনরা।
এই ভাবেই সোশ্যাল মিডিয়া বারবার জয় করেছে আমাদের মন। এখন সোশ্যাল মিডিয়া ছাড়া আমরা এক মুহূর্ত থাকতে পারিনা। কিন্তু সোশ্যাল মিডিয়ার ভালো দিকের সাথে অনেক খা’রা’প দিকও রয়েছে।
অনেকেই এই খারাপ দিক ব্যবহার করে সোশ্যাল মিডিয়ার ব’দ’নাম করছেন, এর জন্য পু’লি’শের পক্ষ থেকে উপ’যুক্ত ব্য’বস্থা নেয়া হয়েছে। আমাদের স’ত’র্ক থাকা উচিত।
Video – instagram (mr.prakashchavhan59) pic.twitter.com/MeB92DiLKY
— Samay Barta (@SamayBarta) February 12, 2021