নেটদুনিয়ায় ভাইরাল নুসরতের শরীরচর্চার ভিডিও, যা দেখে ঘুম উড়েছে নেটজনতার। টলি পাড়ার প্রথম সারির অন্যতম অভিনেত্রী হলেন নুসরত জাহান (Nusrat Jahan)। অন্যদিকে যিনি তৃণমূল সাংসদও বটে।
বর্তমানে অভিনয় জীবন, রাজনৈতিক জীবন সহ ব্যক্তিগত জীবন সমান তালে সামলাচ্ছেন বিউটি কুইন নুসরত। তবে পাশাপাশি শরীর নিয়েও বেশ সচেতন
এই অভিনেত্রী। যা মাঝেমধ্যেই উঠে আসে সোশ্যাল মিডিয়ার পাতায়।বলা যায় স্টাইল স্টেটমেন্টের কারণেই নেটদুনিয়ায় মধ্য গগনে উঠে আসেন নুসরত।
তাঁকে নানা কটাক্ষের সম্মুখীন হতে হয়। তবে তিনি নেতিবাচক দিক টাকে ফেলে দিয়ে ইতিবাচক দিকটাকেই গ্রহণ করে এগিয়ে চলছেন। তবে মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায়
আগুন ধরান নুসরত । ওয়েস্টার্ন লুক হোক বা শাড়ি যে কোনো মানানসই সাজে নেটদুনিয়ায় আবির্ভাব হন নুসরত। যা দেখে ঘুম ওড়ে নেটজনতার।
তবে তার এই সবকিছুর পিছনে রয়েছে তার ফিটনেস। মা হওয়ার পরেও তার মারকাটারি ফিগার দেখে এখনো ঘাম ঝরে নেটজনতার।
তবে এর জন্য তিনি জিম থেকে যোগা তার সাথে ডায়েট প্রায় সবকিছুই করেন। তবে সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন নুসরত (Nusrat)।
যে ভিডিওতে ট্রেড মিলে দৌড়াতে দেখা যাচ্ছে নুসরতকে। অভিনেত্রী এই ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, আজ ঘাম ঝরালে কাল ভালো থাকবেন। অর্থাৎ তিনি সকলকে শরীরচর্চা করারই পরামর্শ দিয়েছেন।
তবে তাঁর এই ভিডিও দেখে অনেকেই তাঁকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। আবার অনেকে তাঁর এই ভিডিও দেখে অনুপ্রাণিত হয়েছেন।নুসরতের এই শরীরচর্চার ভিডিওটিতে
অভিনেত্রীর পরনে দেখা গেছে একটি কালো রঙের স্পোর্টস ব্রা সাথে একটি কালো রঙের স্কিন টাইট স্ল্যাক্স। তার সাথে পড়েছেন এটি সাদা রঙের জ্যাকেট।
তবে ভিডিওটিতে তাঁকে এতটাই হার্ডওয়ার্ক করতে দেখা গেছে যার ফলে তার শরীর পুরো ঘামে ভিজে গিয়েছে। যার জন্য তাঁকে জল খেতেও দেখা গিয়েছে।