টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ‘শ্রাবন্তী চট্টোপাধ্যায়’ , যার ব্যক্তিগত জীবন নিয়ে হামেশাই কাটাছেঁড়া হতে থাকে নেটদুনিয়ার পাতায়। নিজের অভিনয় জীবনে যথেষ্ট সফলতা পেলেও,






ব্যক্তিগত জীবন নিয়ে হামেশাই ট্রল হয় সে। এখনো পর্যন্ত শ্রাবন্তীর অভিনয় জীবন থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, সব কিছু নিয়ে আলোচনা হলেও তার দিদিকে নিয়ে খুব কমই আলোচনা করা হয়েছে।
শ্রাবন্তীর সৌন্দর্যের মাধুর্যের কথা সকলেরই জানা! টলিপাড়ার অন্যতম সুন্দরী অভিনেত্রী তিনি। তার সৌন্দর্য এখনো কুড়িতেই যেন টিকে আছে। এই দিক দিয়ে কিছু কম যায় না অভিনেত্রী দিদি স্মিতা! অভিনেত্রীকেও বলে বলে গোল দেবে তার সৌন্দর্যের মাধুর্য।






নেটদুনিয়ায় ব্যাপক ভাইরাল (viral) হয়েছে অভিনেত্রী শ্রাবন্তী। ছবিতে দুই বোনকেই দেখা গেছে ওয়েস্টার্ন পোশাকে। শ্রাবন্তীর পরনে ছিল ওয়ান পিস, উল্টোদিকে তার দিদি পরেছিল একটি সাদাকালো ডিজাইনার টপ।
এর সাথে স্মিতার মানানসই মেকআপ এবং হেয়ার স্টাইল রীতিমতো টেক্কা দিচ্ছিল তার অভিনেত্রী বোনকে। ফটোটিতে ইতিমধ্যেই ২২ হাজার মানুষ লাইক দিয়েছে। তবে অভিনেত্রী দিদির স্মিতাকেও একাধিক সিনেমায় অভিনয় করতে দেখা গেছে।






‘মৌচাক’ নামক টিভি সিরিয়াল থেকে শুরু করে শপথ, পরবাস, ঝুট বোলে কাউয়া কাটে এরকম একাধিক সিনেমায় দেখা মিলেছিল তার। ২০১৬ সালে অভিনেতা সুজয় ঘোষের (sujoy Ghos সাথে
বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল স্মিতা, এরপর তাদের একটি পুত্র সন্তানও হয়। এরপর থেকেই অভিনয় জীবন থেকে নিজেকে বেশ কিছুটা দূরে সরিয়ে নিয়েছেন অভিনেত্রী। তবে শ্রাবন্তী এখনো পর্যন্ত অভিনয় জগতে বেশ





