ছক্কা হাঁকিয়ে নতুন শর্টের আবিষ্কার করলো ওয়াশিংটন সুন্দর (ভিডিও সহ)

অভিষেক ম্যাচে খেলতে নেমেই সকলের দৃষ্টি কেড়ে নিলেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)।

বলের দিকে না তাকিয়েই অদ্ভূতভাবে বলকে ছয় রানে রূপান্তরিত করলেন ভারতীয় যুবক। যা নিয়ে এখন ক্রিকেট প্রেমীদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক চর্চা।

লক্ষণীয় যে শার্দুল ঠাকুরের সাথে মিলে ওয়াশিংটন সুন্দর ১২৩ রানের পার্টনারশিপ খেলেছেন। যা নিঃসন্দেহে প্রশংসনীয়।

তবে এই প্রশংসার মাথায় মুকুট তখন পড়েছে যখন ওয়াশিংটন সুন্দরের নো-লুক- সিক্স (no-look six) সবার মুখে মুখে ছড়িয়ে পড়েছে। জানিয়ে দি, ফুলবল খেলায় নো-লুক-পাস এর মতো শব্দ খুবই পরিচিত।

তবে ক্রিকেটে নো-লুক- সিক্স এর আমদানি ওয়াশিংটন সুন্দরের হাত ধরেই বলে মনে করা হচ্ছে। ৫৪ রানে পৌঁছানোর পর মিড উইকেটের উপর দিয়ে ছক্কা মারেন ওয়াশিংটন সুন্দর।

আর এক্ষেত্রে বলের দিকে না দেখেই ঐতিহাসিক শট মারেন ওয়াশিংটন সুন্দর, যা দেখার পর মুহূর্তেই শটের প্রশংসা ফুটে উঠে মন্তব্যকারীদের মুখে। সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়ে পড়ে ভিডিও।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.