






অনেকদিন পর কলকাতা সিনেমার অভিনেত্রী দেবশ্রী রায় সিনেমায় ফিরছেন। তবে ভিন্ন খবর হলো যেই সিনেমায় অভিনয় করবের সেখানে তার প্রেমিকের ভূমিকায় তরুণ নায়ক রয়েছেন।
জানা যায়, সম্প্রতি পরিচালক অনুপ সেনগুপ্তের পরিচালনায় নাম লেখিয়েছেন তুমি কি সেই? নামের একটি সিনেমায়। এই সিনেমিায় অভিনয় করবেন তিনি।







এই সিনেমার গল্পে ৫৮ বছর বয়সী দেবশ্রী রায়ের নায়ক হচ্ছেন কলকাতার ২৯ বছর বয়সের তরুণ নায়ক বনি সেনগুপ্ত।
ভালবাসায় বয়স মানেনা আর হয়তো পরিচালক সেই চিন্ত মাথায় রেখেই সিনেমাটি করতে যাচ্ছেন।
এতে দেবশ্রীর সঙ্গে প্রেম করতে দেখা যাবে বনিকে। অসম প্রেমের গল্প নিয়ে নির্মিত হবে এই ছবি।







কলকাতায় দেবশ্রী রায় একজন জনপ্রিয় অভিনেত্রী। শতাধিক সিনেমায় অভিনয় করেছেন।
রাষ্ট্রীয় পুরস্কারসহ মোট ৪০টি অ্যাওয়ার্ড রয়েছে তার ঝুলিতে। তিনি শুধু অভিনেত্রীই নন, একজন সফল রাজনৈতিক ব্যক্তিত্বও বটে।
এদিকে দেবশ্রী অভিনয় ছাড়াও বর্তমানে তৃণমূল কংগ্রেসের রায়দিঘির বিধায়ক তিনি।
[আরও পড়ুনঃ স্বামী নয়, আমার সন্তানের বাবা আমার ১৫ বছর বয়সী এক ছাত্র : শিক্ষিকা]







নিজের ছাত্রের প্রতি আকৃ’ষ্ট হয়ে বি’ব’স্ত্র ছবি পাঠানোর অ’ভিযো’গ রয়েছে একজন নারী শিক্ষিকার বি’রু’দ্ধে। এছাড়া ক্লাসরুমে ছাত্রের সঙ্গে বিশেষ মুহূর্তে জড়াতে চেয়েছেন ওই নারী। মোবাইলে এক বার্তায় তিনি ছাত্রকে লিখেছেন, আমার স্বামীর বিশে’ষা’ঙ্গের চেয়ে তোমার … বড়।
ইংল্যান্ডের বাকিংহামশায়ারের একটি আদালতে এ ব্যাপারে শুনানি হয়েছে। শুনানির সময় ওই ছাত্র জানায়, শিক্ষিকার এ ধ’রনের ছবি দেখে সে বি’ব্র’ত হয়েছে। আরেক ছাত্র বলেছে, সে মনে করেছে ভু’ল করে এ ধ’রনের ছবি চলে এসেছে। কিন্তু পরে শিক্ষিকার চা’পে শারী’রিক সম্পর্ক স্থাপন করতে বা’ধ্য হয়েছে।







একপর্যায়ে ওই শিক্ষিকা জানান, তিনি গর্ভ’বতী। আর সেই সন্তানের বাবা ১৫ বছরের কিশোর। এ ব্যাপারে ওই ছাত্র আদালতে জানিয়েছে, শারীরিক সম্পর্কের সময় তিনি আমাকে বলেছেন, তার প্রেমিকের সঙ্গে এ ধ’রনের সম্পর্ক হয়। আর এজন্য তিনি পিল খাচ্ছেন। সে কারণে জন্ম নিয়’ন্ত্রণ পদ্ধতির দরকার নেই।







২০১৮ সালের অক্টোবরে প্রথম সাক্ষাতে তারা বিভিন্ন বিষয়ে আলাপ করেছেন। তবে দ্বিতীয়বারের দেখায় শারী’রিক সম্পর্কে জড়ান তারা। কিশোরের সহপাঠী জানায়, প্রথমে আমি বিষয়টি বিশ্বাস করিনি। কিন্তু পরে ম্যাসেজ ও ভিডিও দেখে বিশ্বাস করি। উনি আমার বন্ধুকে বলেছেন, তিনি পিল খাচ্ছেন। সে কারণে অন্য পদ্ধতির দরকার নেই। সূত্র : মিরর







প্রতিকী ছবি