সেলিব্রিটি রা তো বরাবর ই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হন। লকডাউনের আগে হোক বা পরে বলিউডের একাধিক ব্যক্তিত্ব সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবি পোস্ট করে ভাইরাল হয়েছিলেন।







দর্শকদের মনোরঞ্জন করতে তারা সবসময় ই পোষ্ট করে চলেছেন। বলিউডের করিনা কাপুর খান থেকে শুরু করে, সঙ্গীত জগতের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল।
অন্যদিকে টলিউড ইন্ডাস্ট্রির পায়েল সরকার,বলিউডের জ্যাকলিন , মল্লিকা শেরওয়াত, টেলিভিশন জগতের মোনালিসা, মৌনি রায়, মনামী ঘোষ, সকলেই আমাদের মনোরঞ্জনের জন্য নিত্যনতুন পোস্ট করছেন সোশ্যাল সাইটে আর মুহুর্তের মধ্যে সেগুলি ভাইরাল ও হচ্ছে।







কিছুদিন আগে সইফ আলি খান ও অমৃতার কন্যা অভিনেত্রী সারা আলি খানের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। ভাইরাল সেই ভিডিওতে কেদারনাথ অভিনেত্রীকে দেখা গিয়েছিল নিজের ফিটনেস ট্রিক বলতে।
একসময় অভিনেত্রী সারা আলি খান এর ওজন ছিল 100 কেজি। পরবর্তীকালে বলিউডের জগতে প্রবেশ করার জন্য তিনি নানা রকম যোগা করে নিজের ওজন কমিয়ে নিয়েছিলেন। সেই ফিটনেস ট্রিকের কথায় তিনি বলেছেন।







কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছিলো সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল সেই ভিডিওটিতে দেখা গিয়েছিলো যে কালো রঙের বুক খোলা কালো পোশাকে ভাইরাল হয়েছেন দিশা পাটানি।
সাক্ষী মালিক হলেন বলিউডের জনপ্রিয় একজন অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি তিনি মডেলিং ও করেন। সম্প্রতি তিনি মলদ্বীপে গিয়েছিলেন। সেখানে ছুটি কাটাতে গিয়ে কিছু ছবি তোলেন তিনি।
আর সেই ছবিগুলি সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল ও হয়ে যায়। সম্প্রতি পোস্ট করা সেই ছবিতে দেখা যাচ্ছে সমুদ্রের কিনারে নীল বি;কিনি পরে আছেন তিনি।







তার এই ছবিতে অসংখ্য লাইক ও কমেন্ট পরেছে। নীল রঙের পাশাপাশি সাদা, সবুজ ও গোলাপি রঙের বি;কি;নি পরেও তাকে দেখা গেল।
আর একটা ছবিতে দেখা গেল ব্রে;কফাস্ট নিয়ে জলের উপর দাঁড়িয়ে আছেন তিনি। তাকে এতটাই মোহময়ী লাগছে যে তা না দেখলে বোঝা যাবে না।






