চলচ্চিত্র জগতের অন্যতম সেরা অভিনেতা হলেন জ্যাকি শ্রফ। বিনোদন দুনিয়াতে বহু সিনেমা আমাদের উপহার দিয়েছেন তিনি।







তার হাত ধরে আমরা পেয়েছি হিন্দি সিনেমার বেশ কিছু সুন্দর সিনেমা। তার একমাত্র মেয়ে কৃষ্ণ শ্রফ। কৃষ্ণা সোশ্যাল মিডিয়াতে সমানভাবে অ্যাক্টিভ থাকেন অন্যান্য অভিনেত্রী দের মত।
পড়াশোনা করে এবার মডেলিংয়ে মন দিয়েছেন তিনি। তার ইনস্টাগ্রাম খুললেই আমরা দেখতে পাবো, তার সমস্ত অনন্য ছবি।
বেশ কিছুদিন আগে বহুদিনের বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রে;কআপ হয়ে গিয়েছিল তার। একসঙ্গে অনেক দিন লিভ ইন করার পরেও আশ্চর্যজনকভাবে বিচ্ছেদ হয়ে যায় তাদের। আপাতত তিনি রয়েছেন বিদেশে।







সেখানে আরো একবার নতুন করে প্রেমে পড়েছেন তিনি। তবে এই বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট করে কিছু জানাননি জ্যাকি শ্রফের কন্যা।
সম্প্রতি বি;কি;নি পরিহিত একটি ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। জ্যাকি শ্রফের কন্যার এই ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে যেতেই লাইক কমেন্টের বন্যা বয়ে যায়।







ছবিতে স্বল্পপোশাকে তার শরীরের সমস্ত খাজ উন্মুক্তভাবে দেখা যাচ্ছে। এক হাতে রয়েছে ট্যা;টু, অন্য হাতে রয়েছে ব্রেসলেট। ছোট্ট অন্তর্বাসের কারণে গোপন জায়গার ট্যাটু স্পষ্ট দেখা যাচ্ছে।
সব মিলিয়ে সমুদ্রসৈকতে ভলিবল খেলার সময় এই ছবিটি তুলেছেন তিনি। ছবিটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে হয়েছে ভাইরাল।






