চলচ্চিত্র জগতের অন্যতম অভিনেত্রী হলেন রিয়া সেন। তার সৌন্দর্য এবং শারীরিক ভঙ্গিতে মত্ত হয়ে থাকেন বহু মানুষ। বাংলা এবং হিন্দি সিনেমায় একাধারে অনেকগুলি সিনেমা করেছেন তিনি।







তার অভিনয় দক্ষতার পাশাপাশি তার ফ্যাশন সেন্স মানুষকে মুগ্ধ করে। মাঝে মাঝে ইনস্টাগ্রামে তার ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়।
কখনো শুধুমাত্র চাদর গায়ে দিয়ে বসে রয়েছেন তিনি, কখনো আবার দেখা যায় স্বল্প পোশাকে উন্মুক্ত খাঁজ নিয়ে বসে থাকতে।
যে সমস্ত ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় তাতে লাইক কমেন্টের বন্যা বয়ে যায় নেটিজেনদের। এইসব এর মধ্যে আরও একবার একটু ছুটি কাটানোর ছবি শেয়ার করলেন তিনি।







সমুদ্রসৈকতে আরাম কেদারায় বসে সমুদ্রের দিকে তাকিয়ে রয়েছেন তিনি। পরনে রয়েছে সুইমিং স্যুট। সুইমিং স্যুট এর মধ্যে দিয়ে উন্মুক্ত তার উ;র্ধা;ঙ্গ এবং নিম্না;ঙ্গ। নো মেক-আপ লুকে তিনি শুয়ে রয়েছেন আরাম কেদারায়।
এই ছবিটিও সোশ্যাল মিডিয়াতে একিভাবে ভাইরাল হয়। ছবিটি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, হেয়ার কামস দ্য সান। অর্থাৎ প্রকাশ্য দিবালোকে তিনি শুয়ে রয়েছেন সমুদ্র সৈকতে।






