আবার মলদ্বীপে প্রেম জমে উঠেছে। হ্যাঁ, বছর শেষে মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন অনন্যা পান্ডে। সাথে রয়েছেন পুরনো বন্ধু।







‘খালি পিলি’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন অনন্যা, যদিও সেই ফিল্ম বক্স অফিসে মুখ থুবড়ে পরেছিল কিন্তু রসায়ন একটা শুরু হয়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখেনা। মলদ্বীপেই দেখা গেল অনন্যা এবং ঈশানকে একসঙ্গে।
অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে এমনিতেই সোশ্যাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ, মাঝে মধ্যেই নিজের ছবি পোস্ট করেন তিনি।







এখনও পর্যন্ত তাঁর বেশ কিছু ছবি সোশ্যাল দুর্দান্ত গতিতে ভাইরাল হয়েছে। বর্তমানে অনন্যা মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন তিনি ও সঙ্গী ঈশান খট্টর।
গোলাপি বি’কি’নি’তে উষ্ণতা ছড়াচ্ছেন অনন্যা, কখনো সূর্যমুখী বি’কি’নি’তেই সমুদ্রের নোনা জলের স্বাদ নিচ্ছেন কখনো আবার জলে পা ডুবিয়ে বার্গারে কামড়।







সূত্রের খবর, অনন্যা, দীপিকা পাড়ুকোন ও সিদ্ধার্থ চতুর্বেদী একই সঙ্গে একটি ছবিতে অভিনয় করতে চলেছেন।
ঈশানকেও দেখা গেল হ্যান্ডসাম রূপে। রীতিমত হাট্টাগাট্টা শরীর বানিয়ে নিয়েছেন তিনি। ২০১৮ সালে ইশান ‘ধড়ক’ চলচ্চিত্রে অভিনয় করার মধ্যে দিয়ে বলিউডে আ’ত্ম’প্র’কা’শ করেন, কিন্তু তখনকার ইশান ও এখনকার ঈশানকে দেখলে আপনার চোখ কপালে উঠবে। দিন দিন সুপুরুষ হয়ে উঠছেন ইশান।







মলদ্বীপ ছাড়াও, মুম্বইতেও মাঝেমধ্যেই একসঙ্গে দেখা যায় অনন্যা ও ইশানকে। সিদ্ধান্ত চতুর্বেদীর দিওয়ালি পার্টিতেও জুটি বেঁধে হাজির হয়েছিলেন ঈশান এবং অনন্যা। তাহলে কি নতুন রসায়ন তৈরি হচ্ছে ‘খালি পিলি’ র জুটির?






