দীর্ঘ ল-ক-ডাউন এর ফলে রীতিমতো ঘর-ব-ন্দি ছি-লাম আমরা প্রত্যেকে । ফলে এক-ঘে-য়ামি হয়ে যাচ্ছিল আমাদের জীবন। বেঁচে থাকার জন্য রসদ আর পাওয়া যাচ্ছিলনা খুঁজে । কিন্তু সোশ্যাল মিডিয়া নামক ডিজিটাল প্লাটফর্ম আমাদের সেই বেঁচে থাকার র-সদ জো-গাড় করে চলেছে প্রতিনিয়ত। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় এমন কিছু যা দেখে আমরা কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস খুঁজে পাই।কখনো শিক্ষামূলক ভিডিও ,কখনো সামাজিক বার্তা কখনো বা আবার নাচের ভিডিও ,
কখনো আবার গানের ভিডিও ইত্যাদি যাবতীয় সব ভিডিও সোশ্যাল মিডিয়ার হাত ধরে দিনের পর দিন হয়ে উঠছে ভাইরাল। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি মানুষ প্রতিদিন নিত্যনতুন জীবনে কি করছে না করছে সে সমস্ত আপডেট দিয়ে থাকে সোশ্যাল মিডিয়াতে । আবার কেউ কেউ তার প্রতিভা সবার সামনে তুলে ধরেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এবং সাধারণ মানুষ থেকে হয়ে উঠছে একজন সেলিব্রেটি। ধরুন আপনি গান বা নাচ করেন কিন্তু কোন একটি কাজের জন্য বা আপনার নিজের চাকরির জন্য সেটি আর করা হয়ে ওঠে না।
সময় পেলে নিশ্চয় আপনি একবার হলেও চেষ্টা করে দেখবেন যে আপনার প্রতিভা এখনো বেঁচে আছে কিনা । সে রকমই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় যাকে ঘিরে ব্যা-পক উ-ত্তে-জনা ছ-ড়ায় নেটদুনিয়ায় । কি সেই ভিডিও আসুন দেখে নেওয়া যাক। ভাইরাল ভিডিও বলতে আমরা সাধারণত জেনে থেকে এমন এক ধরনের ভিডিও যা অন্যান্য সকল ভিডিও থেকে আলাদা হয় । যা সহজে মানুষের দৃষ্টি আ-ক-র্ষণ করে । ফলে নিমিষের মধ্যে মানুষের মনে জায়গা করে নেয় সেই ভিডিও । আমরা তাদেরকে ভাইরাল ভিডিও বলে থাকি ।
এই ভাইরাল ভিডিওর মাধ্যমে বহু মানুষ আমাদের সামনে উঠে এসেছে। পিছিয়ে পড়া বহু মানুষকে এসেছে সামনের সারিতে। সোশ্যাল মিডিয়ার দৌলতে বিভিন্ন গান এবং নাচের ভিডিও শিরোনামে শীর্ষে থাকে। সম্প্রতি সেরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে দুই পুলিশ মহিলা পুলিশকর্মীর। অ-বাক হচ্ছেন ? মহিলা পুলিশ কর্মী তাও আবার নাচের ভিডিও? কেন করতে পারেনা? অবশ্যই পারে এবং তা ভালোভাবে প্রমাণ করে দিলেন ওই দুই মহিলা পুলিশ কর্মী।
ভিডিওতে দেখা যায় একটি হিন্দি গানের সঙ্গে কর্মরত অবস্থায় পুলিশের পোশাক পরা দুই মহিলা পুলিশ কর্মী তা-ল মে-লা-চ্ছেন। মুহুর্তের মধ্যে ভাইরাল হয় সেই ভিডিও । তবে এটা জানা যায় পরবর্তীকালে জে তারা আসলে পুলিশের পোশাক পরে ভিডিও টি করে । আসলে তারা অভিনয় জগতের মানুষ । ভিডিওটি এই মুহূর্তে কাঁ-পাচ্ছে নেটদুনিয়া। ইতিমধ্যে হাজার হাজার মানুষ দেখে ফেলেছে সে ভিডিও । মিনিটে মিনিটে বাড়ছে তার লাইক কমেন্ট এবং শেয়ার সংখ্যা ।