মাঠে নামানোয় কোনও ঝুঁকি ছিল না। তা সত্ত্বেও সুনীল নারিনকে ছাড়াই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম একাদশ বেছে নেয় কেকেআর টিম ম্যানেজমেন্ট।
গত দু’টি ম্যাচে নারিনের অভাব টের পেয়েছে নাইট রাইডার্স। তবু সানরাইজার্সের বিরুদ্ধে কেন নারিনকে দল রাখল না কলকাতা, সে সম্পর্কে ধারণা দিলেন ক্যাপ্টেন ইয়ন মর্গ্যান।
টসের পর মর্গ্যান বলেন, ‘সুনীলকে ফিরিয়ে আনা নিয়ে আমরা তাড়াহুড়ো করতে চাই না। ওকে একটু সময় দিতে চাই।’
যদিও হায়দরাবাদের বিরুদ্ধে কেকেআর কেন নারিনকে দলে রাখেনি, তা বুঝতে বিশেষ অসুবিধা হওয়ার কথা নয়। আইপিএলের তরফে নারিনকে সতর্কিত বোলারের তালিকা থেকে সরিয়ে নেওয়ার কথা জানানো হয় সানরাইজার্স ম্যাচের কয়েক ঘণ্টা আগে। টিম ম্যানেজমেন্ট শেষ মুহূর্তে গেম প্ল্যানে পরিবর্তন করতে চায়নি।
লোকি ফর্গুসনকে সম্ভবত আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে, তিনি মাঠে নামছেন। শেষ মুহূর্তে হঠাৎ করে সিদ্ধান্ত বদল করলে দলে তার বিরূপ প্রভাব পড়তে পারত।
তাছাড়া নারিনও মাঠে নামার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন, এমনটাও জোর গলায় বলা যাবে না। কোনও মানসিক প্রস্তুতি ছাড়া জোর করে মাঠে নামিয়ে দিলে হিতে বিপরীত হয়ে দেখা দিতে পারত ছবিটা।