টপলেস ছবিতে হইচই ফেলে দিয়েছিলেন মমতা, সেই ছবি আজও ভাইরাল

নব্বই শতকে ঝড় হয়ে এসেছিলেন ৷ তারপর বলিউড পর্দা জুড়ে আগুন লাগালেন ৷ একের পর এক ছবি ৷ নামকরা হিরোদের সঙ্গে ৷ তারপর এক্কেবারে গায়েব !

মমতা কুলকার্নি ৷ সিনেপ্রেমীদের কাছে এই নামটা খুবই পরিচিত ৷ উষ্ণতার হাতছানিতে মমতাকে এরিয়ে যাওয়া সহজ ছিল না ৷ আর তাই তো উষ্ণ ছবি মানেই মমতা ৷

মমতা কুলকার্নি ৷ সিনেপ্রেমীদের কাছে এই নামটা খুবই পরিচিত ৷ উষ্ণতার হাতছানিতে মমতাকে এরিয়ে যাওয়া সহজ ছিল না ৷ আর তাই তো উষ্ণ ছবি মানেই মমতা ৷

আমির খান, অক্ষয় কুমার, সুনীল শেট্টি, শাহরুখ খান, সলমন খান সবার সঙ্গে জুটি বেঁধেছেন তিনি ৷ তাঁর রূপ যৌবনে সে সময় কাবু হয়েছিলেন অনেকেই ৷

তবে হঠাৎই সিনেমার পর্দা থেকে বিদায় নেন তিনি৷ তারপর হঠাৎ খবরে আসে, ড্রাগ পাচারের সঙ্গে যুক্ত তিনি ! পুলিশের হাতে গ্রেফতারও হন মমতা ৷

সিনেমার পর্দা থেকে একেবারেই গায়েব তিনি ৷ এখন কোথায় ও কেমন আছেন, তাও জানা যায় ৷ সেই মমতা কুলকার্নিরই আজকে জন্মদিন ৷

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.