ওয়েস্টার্ন পোশাকে ফের একবার ভক্তদের নজর কাড়লেন নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। কখনও ট্রাডিশনাল পোশাকে ‛বঙ্গ ললনা’ সেজে আবার কখনও ওয়েস্টার্ন পোশাকে হট লুকে মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ধরা দেন।






নব্বইয়ের দশক থেকে তিনি আজও রাজ করে চলেছেন সকলের মনে। একটা সময় প্রসেনজিৎ, চিরঞ্জিত, অভিষেক ও তাপস পালের মতো তাবড় তাবড় অভিনেতাদের সঙ্গে বহু ছবিতে অভিনয় করেছেন।
এরপর বহুদিনের বিরতি শেষে আবারও ফিরে এসেছেন ‛প্রাক্তন’ সিনেমা দিয়ে। এছাড়া ‛দৃষ্টিকোণ’, ‛বেলাশেষে’, ‛বেলাশুরু’-র মতো সিনেমা রয়েছে তার ঝুলিতে। সময়ের সঙ্গে সঙ্গে যেমন বদলেছে ছবির ভাবধারা তেমনই বেড়েছে ঋতুপর্ণার বয়স। কিন্তু তাতে কি?






তিনি এখনও নতুন প্রজন্মের কাছে হট এন্ড সেক্সী। তার ছবির সংখ্যা কমলেও অনুরাগীদের সংখ্যা কিন্তু একেবারেই কমেনি। বরং সোশ্যাল মিডিয়ায় হাত ধরে তিনি নিজেকে এক্টিভ রেখেছেন আরও বেশি করে।
টলিউডের অন্যতম সফল জনপ্রিয় এভারগ্রীন এই নায়িকা এখনও পর্যন্ত ১৫০-র বেশি ছবিতে অভিনয় করে ফেলেছেন। অভিনয়ের পাশাপাশি মাঝে মধ্যেই রিল ভিডিও ও ফটোশ্যুটে ঝড় তোলেন অভিনেত্রী।
কখনও ওয়েস্টার্ন লুকে আবার কখনও ট্রাডিশনাল লুকে ঝড় তোলেন নেটমাধ্যমে। সম্প্রতি অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন একটি ছবি। যেখানে তাকে থ্রি পিসে দেখা যাচ্ছে।






তার পরণে রয়েছে গোল্ডেন রঙের ভি নেকের ব্লাউজ কাটিং টপ। সঙ্গে প্যান্ট ও গোল্ডেন কালারেরই স্টাইলিশ জ্যাকেট। কানে বড় ইয়াররিং। ডান হাতে রয়েছে ব্যাঙ্গেল ও আংটি। আর বাঁহাতে রয়েছে গোলাপি রঙের বটুয়া।
খোলা চুলে একগাল হাসিতে ধরা দিয়েছেন অভিনেত্রী। ছবি শেয়ার করে ক্যাপশনে একটি হলুদ রঙের ইমোজি দিয়েছেন। ঋতুপর্ণার এই ছবি প্রকাশ্যে আসতেই কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা।
কেউ লিখেছেন যে, ‛গোল্ডেন গার্ল’। আবার কেউ লিখেছেন ‛কিলার লুক’। কেউ আবার হার্ট ও ফায়ারের ইমোজিতে ভরিয়েছেন কমেন্ট বক্স। সম্প্রতি ঋতুপর্ণার এই ছবি ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।





