দিল্লি ক্যাপিটেলসের বিপক্ষে হার দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি মৌসুম শুরু করে কিংস ইলেভেন পাঞ্জাব। এরপর শুধুমাত্র একটি ম্যাচে জয় পেলেও পরের পাঁচ ম্যাচে টানা হেরেছে লোকেশ রাহুলের দল। প্রথম সাত ম্যাচের ছয়টিতেই হারের পর কোনো উত্তর খুঁজে পাচ্ছেন না দলটির অধিনায়ক রাহুল।







আইপিএলের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে আম্পায়ারের ভুলে হেরেছিল পাঞ্জাব। আম্পায়ারের ভুল নিয়ে চটেছিলেন দলটির মালিক প্রীতি জিনতা। এরপর দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেজার্স বেঙ্গালুরু বিপক্ষে জয় পেয়েছিল অনিল কুম্বলের শিষ্যরা। এখন পর্যন্ত এটিই তাদের একমাত্র জয়।
সর্বশেষ কলকাতার বিপক্ষে নিশ্চিত জয়ের ম্যাচে মাত্র ২ রানে হারে রাহুল-মায়াঙ্ক আগারওয়ালরা। ওই ম্যাচে যে তারা হারতে পারে তা একটা সময় অবিশ্বাস্য মনে হচ্ছিল। কারণ উদ্বোধনী জুটিতে ১১৫ রান তুলেছিল পাঞ্জাব। ৯ উইকেট হাতে থাকার পরও হারতে হয়েছে তাদের।







টানা পাঁচ হারের পর আর কোন অজুহাত দিতে রাজি নন এই রাহুল। সেই সঙ্গে কলকাতার বিপক্ষে ২ রানের হারের পর কোন উত্তর খুঁজে পাচ্ছেন না ডানহাতি এই ব্যাটসম্যান।
ম্যাচ শেষে পাঞ্জাবের এই অধিনায়ক বলেন, ‘আমরা বেশ ভালো শুরু করছি, কাছাকাছিও গিয়েছিলাম। সত্যি বলতে আমার কাছে কোনো উত্তর নেই। পরের সাত ম্যাচে আমাদের আরও আক্রমণাত্বক হতে হবে।’
হাতে ৯ উইকেট থাকার পরও শেষ ৪ ওভারে ২৯ রান করতে পারেনি পাঞ্জাব। দলের এমন হারে ব্যাটসম্যানদের দায় দেখছেন দলটির অধিনায়ক।







পাঞ্জাবের এই দলপতি বলেন, ‘ম্যাচের কোনো পর্যায়েই আমরা আত্মতৃপ্তিতে ভুগিনি। জয় পেলেই আপনি তৃপ্তি পাবেন। আমি আর মায়াঙ্ক শুরুটা ভালো করেছিলাম। শেষ দিকে আমরা টানা উইকেট হারিয়েছি। শেষ দিকে এভাবে উইকেট হারালে ম্যাচ জেতা কঠিন।’
সাত ম্যাচের ছয়টিতে হেরে মাত্র ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে পাঞ্জাব। আগামী ১৫ অক্টোবর বেঙ্গালুরুর বিপক্ষে খেলতে নামবে কুম্বলের শিষ্যরা।






