🥱#PhotoAlbum #blackgirls #photography #fashionblogger #bonggirl #chandrikadesai pic.twitter.com/TddG4OpkOX
— Chandrika Desai (@Chandrikadesai_) March 22, 2023
চদ্রিকা দেশাই ক্রমাগত তার ফটোশুটগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে একজন সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি হয়ে উঠেছেন। অভিনেতা একজন সুপরিচিত সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি। শুধু ইনস্টাগ্রামেই অভিনেতাকে তিন লাখের বেশি ভক্ত লাইক দিয়েছেন
ঙ্গতনয়ার হাইভোল্টেজে কাঁপছে সোশ্যাল মিডিয়া। বোল্ডনেসে তিনি সর্বদাই পাগল করে দেন ভক্তদের। ছবি থেকে ভিডিও সবেতেই হট মুভসে পাগল করে দেন ভক্তদের।
একের পর এক সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে থাকেন তিনি ভক্তদের জন্য। যে শুটিং সেট হোক বা হলিডে ট্রিপ
কয়েক মাস আগেই তিনি ঘুরতে গিয়ে বিকিনি লুকে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছিলেন।
কেউ বলেছিলেন, পোশাক নির্বাচন নিয়ে কু-কথা, কেউ আবার সাফ জানিয়েছিলেন, যে তাঁকে মোটেও সেই পোশাকে মানাচ্ছে না।
চন্দ্রিকা দেশাই কলকাতার একজন গ্ল্যামার মডেল যিনি গত কয়েক বছর ধরে মডেলিংয়ে উজ্জ্বল হয়ে উঠেছেন। তার মন্ত্রমুগ্ধ সৌন্দর্য এবং শরীরের আকৃতি তাকে ভক্তদের প্রিয় করে তুলেছে। একা সোশ্যাল মিডিয়াতে তার লক্ষ লক্ষ ভক্ত রয়েছে।
তাই কলেজে পড়ার সময় থেকেই বিভিন্ন ব্র্যান্ডের মডেলিং করার পাশাপাশি বিভিন্ন Fashion উইকে নাম করা ফ্যাশন ডিজাইনারদের সঙ্গে কাজ করতে শুরু করেন কলকাতার মেয়ে চন্দ্রিকা দেশাই।