মাঠে ক্রিকেটাররা রিভিউয়ের আশ্রয় নিলে তৃতীয় আম্পায়ারই সেটি যাচাই করে দেখেন। কিন্তু মুজিব উর রহমান রিভিউ নিয়েছেন তৃতীয় আম্পায়ারের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে। আইপিএলে আফগান ক্রিকেটারের এমন কাণ্ডে হাস্যরসের সৃষ্টি হয়েছে।
আইপিএলের ত্রয়োদশ আসরের ২২তম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয়েছিল মুজিবের দল কিংস ইলেভেন পাঞ্জাব। হায়দরাবাদের ছুঁড়ে দেওয়া ২০২ রানের লক্ষ্যে খেলতে নেমে পাঞ্জাব ব্যাটিং বিপর্যয়ে পড়ে। সপ্তম ব্যাটসম্যান হিসেবে ক্রিজে নেমে মুজিবও সেই বিপর্যয়ে শামিল হন।
১৪তম ওভারের পঞ্চম বলে খলিল আহমেদের ডেলিভারি মুজিবের ব্যাট ছুঁয়ে জায়গা করে নেয় উইকেটরক্ষক জনি বেয়ারস্টোর হাতে। দুই অন ফিল্ড আম্পায়ার সফট ডিসমিসালে নট আউট দেখালেও নিশ্চিত হওয়ার জন্য তৃতীয় আম্পায়ারের আশ্রয় নেন। তৃতীয় আম্পায়ার পর্যালোচনা করে আউটের সংকেত দেন।
সংকেত পেয়ে মুজিব হনহন করে ডাগআউটের দিকে হাঁটা শুরু করেছিলেন। কিন্তু ডাগআউট থেকে কোনো ইঙ্গিত পেয়ে, অথবা অন্য কোনো কারণেই হোক; হঠাৎ উল্টো ঘুরে রিভিউয়ের সিদ্ধান্ত জানান। সেই রিভিউয়ে আল্ট্রা এজের মাধ্যমে আবারো সুনিশ্চিত হয়ে তৃতীয় আম্পায়ার এবারো আউটের সিদ্ধান্ত বহাল রাখেন।
তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে মুজিবের এই রিভিউয়ের ঘটনায় টুইটারে হাস্যরসাত্মক নানা মন্তব্য জমা পড়েছে। একনজরে দেখে নিন উল্লেখযোগ্য কিছু টুইট।
ভিডিও দেখুনঃ
DRS on THIRD UMPIRE DECISION 😃 pic.twitter.com/XRLbTbvp8Q
— middle stump (@middlestump4) October 8, 2020