আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। এই ম্যাচ ড্র হলে কিংবা জিতলে সিরিজ নিজেদের দখলে রাখবেন বিরাট কোহিলরা।







একই সঙ্গে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও পৌঁছে যাবে ভারতীয় ক্রিকেট দল। তবে শেষ টেস্টে খেলছেন না পেসার জাসপ্রিত বুমরাহ।
ব্যক্তিগত কারণের জন্য বিসিসিআই এর কাছে চতুর্থ টেস্ট থেকে অব্যাহতির অনুরোধ করেছিলেন তিনি। শেষ পর্যন্ত তাঁর এই অনুরোধ মেনে নিল বিসিসিআই।
তবে তাঁর পরিবর্তে দলে নতুন করে কাউকে নেওয়া হচ্ছে না। মনে করা হচ্ছে বুমরাহর পরিবর্তে খেলবেন মহম্মদ সিরাজ।







শনিবার বোর্ডের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, “ব্যক্তিগত কারণে চতুর্থ টেস্টে যাতে ওকে দলে না রাখা হয়, তার জন্য বিসিসিআইয়ের কাছে আবেদন করেছিল বুমরা।
সেই আবেদন মেনে ওকে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ফলে চতুর্থ টেস্টে ওকে পাওয়া যাবে না। শেষ টেস্টের জন্য ভারতীয় দলে নতুন করে কারওকে নেওয়া হচ্ছে না।”






