দেখুন ব্লাউজ ছাড়া শাড়ীতে কেমন লাগছে প্রিয়াঙ্কাকে

করোনা ভাইরাস প্রাদুর্ভাবের পরে টলিউড বন্ধ। এর সঙ্গেই বিরক্তিকর লকডাউনের মধ্যে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার তার পরিবারের সাথে দুর্দান্ত সময় কাটিয়েছেন।

এই লকডাউনে অভিনেত্রী তার চিত্রকলার চর্চার পাশাপাশি পড়াশুনোর অভ্যেস বজায় রেখেছেন তিনি। আস্তে আস্তে সব কিছু নরমাল হবার সঙ্গে সঙ্গে তিনিও তাল মিলিয়ে চলছেন সময়ের সঙ্গে।

রাজ চক্রবর্তী পরিচালিত চিরদিনই তুমি যে আমার প্রিয়াঙ্কার প্রথম সিনেমা। এই সিনেমার মাধ্যমেই সুপার হিট প্রিয়াঙ্কা সরকার। চিরদিনই তুমি যে আমার সিনেমায় তার সহ অভিনেতা রাহুল ব্যানার্জীকে ২০১০ সালে বিয়ে করলেও, ২০১৭ সালে ডিভোর্স হয়ে যায় তাদের।

বাঙালির সবচেয়ে বড়ো উৎসবের আগের টলিউডের তারকারা থমকে নেই এই করোনা মুহূর্তে। তারা তাদের ঔজ্জ্বল্য ছড়িয়ে দিচ্ছেন ফটোশুটের মাধ্যমে। পুজোর সাঁজে ফটোশুট করে সোশাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছেন সেইসব ফটো। আর এতেই মাত দর্শকেরা।

সম্প্রতিই প্রিয়াঙ্কা সরকার এক ফটোশুট করেছেন। ব্লাউজ ছাড়া শাড়ি পরে ছবি দেওয়া ট্রেন্ডি একটি ব্যাপার। তেমনি একটি ছবি আপলোড করেন প্রিয়াঙ্কা। সোশ্যাল মিডিয়াতে এই ছবি আসার পর ফলোয়ারদের মধ্যে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে।

শীঘ্রই ‘হ্যালো web সিরিজের তৃতীয় সিজন আসতে চলেছে। কলকাতা জুড়ে শ্যুট চলছে। প্রিয়াঙ্কা ছবি তুললেন শ্যুটের আগে-পরের অনেক মুহূর্ত, আর সেই নিয়েই সরগরম টলিউড।

এই ওয়েব সিরিজ সম্পর্কে প্রিয়াঙ্কা বলেন, “আমার এখন পর্যন্ত অভিনয় করা সেরা চরিত্র নিনা। কারণ সম্পূর্ণ নেগেটিভ না হলেও একটা সূক্ষ্ম বিষয় রয়েছে।”

এই দ্বিতীয় সিজনএর ব্যাপারে রাইমা সেন জানিয়েছিলেন, “দ্বিতীয় সিজন অনেকটা সাইকোলজিক্যাল থ্রিলারের মতো হয়ে গেছে। আর এবারে প্রিয়াঙ্কার সঙ্গে বেশ কয়েকটি সিন থাকায় বন্ধুত্বটা জমেছে ভালই।”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.