করোনাভাইরাসে আক্রান্ত হলেন তৃণমূল কংগ্রেস সাংসদ তথা অভিনেতা দেবের বাড়ির ম্যানেজার। তবে অভিনেতা ও তাঁর বাড়ির সদস্যদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।
মঙ্গলবার দুপুর ২ টো ২০ মিনিট নাগাদ ফেসবুক পোস্টে দেব বলেন, ‘আজ আমার বাড়ির ম্যানেজার উত্তমের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। যিনি আমার পরিবারের মতোই। তাঁর কোনও উপসর্গ ছিল না। আমরা বাড়িতে নিজেদের নিভৃতবাসে রেখেছি। আগামী ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকছি। আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।’ টুইটারেও সে কথা জানান।
অভিনেতা আতঙ্কিত না হওয়ার আর্জি জানালেও অনুরাগীদের মধ্যে উদ্বেগ বাড়তে থাকে। ফেসবুক, টুইটারে প্রিয় অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তাঁরা। তবে তাঁদের বেশিক্ষণ দুশ্চিন্তার মধ্যে কাটাতে হয়নি।
প্রথম পোস্টের মিনিট ২০ পর আরও একটি ফেসবুক বার্তায় দেব জানান, তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ। তাঁর কথায়, ‘আমি ও বাড়ির বাকি সদস্যরাও করোনা পরীক্ষা করিয়েছিলাম। আমাদের সকলের ফল নেগেটিভ এসেছে। তাই চিন্তার কিছু নেই।’
সেই ফেসবুক পোস্টের পর দেবের অনুরাগীদের উদ্বেগ অনেকটাই কমেছে। তবে অভিনেতার বাড়িতেও করোনার থাবা পড়ায় কিছুটা হলেও দুশ্চিন্তায় আছেন ভক্তরা।
আপাতত প্রিন্স আনোয়ার শাহ রোডের কাছে নিজেদের ফ্ল্যাটে আছেন তাঁদের প্রিয় অভিনেতা। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সেখানেই নিভৃতবাসে থাকবেন তিনি।