সানি লিওন, মিয়া খলিফা, জনি সিনস-এর মত প’র্ন’স্টারদের পর এবার নেহা কক্করের নাম উঠল কলেজে ভর্তির মেধা তালিকায়। মালদহের মানিকচক কলেজে বিএ জেনারেলের মেধা তালিকায় শীর্ষেই রয়েছে তাঁর নাম।
এডুকেশন ও ইংরেজি অনার্সের তালিকাতেও তাঁর নাম রয়েছে। সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ করেছে কলেজ কর্তৃপক্ষ। তাঁরা জানিয়েছেন, নেহার নাম সরিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, দু-দিন আগেই আশুতোষ কলেজ এবং দক্ষিণ ২৪ পরগণার বজবজ কলেজের ইংরেজি অনার্সের মেধা তালিকায় সানি লিওনের নাম থাকায় তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছিল।
সোশ্যাল মিডিয়ার দৌলতে সেই খবর চোখে পড়েছিল খোদ সানির। তা দেখে সে নিজে রসিকতা করে টুইট করে বলেছিলেন যে, “চলো এবার ক্লাসে দেখা হবে!” সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার রাজ্যের আরও এক কলেজের মেধাতালিকায় একাধিক প’র্ন’স্টারের নাম প্রকাশিত হয়।
বারাসত গভর্নমেন্ট কলেজের মেরিট লিস্টে মিয়া খলিফা, জনি সিনসের নাম দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হতেই হইচই পড়ে যায়।
যদিও ওই কলেজ কর্তৃপক্ষ পুরো বিষয়টিকেই ভুয়ো বলে উড়িয়ে দিয়েছেন। তাঁদের দাবি, কলেজের মেধাতালিকায় এরকম কারও নাম নেই। তাদের বক্তব্য কেউ বা একদল ব্যক্তি কলেজের নাম ও ভাবমূর্তি কলঙ্কিত করার চেষ্টা করছে। কলেজের ঐতিহ্য ও সুনাম কালিমালিপ্ত করার জন্যই এসব করা হয়েছে।
এদিকে, একের পর এক কলেজের মেধা তালিকায় সানি লিওন, মিয়া খালিফা, জনি সিনসের নাম থাকায় বিরক্ত উচ্চশিক্ষা দফতর। কলেজ কর্তৃপক্ষের থেকে রিপোর্টও তলব করা হয়েছে।