আমির খান ও রিনা দত্তের মেয়ের কথা কার না জানা। আমিরের ২৩ বছরের মেয়ে ইরা বলিউডে পা এখনও না রাখলেও নেটিজেনদের মধ্যে যে তাঁকে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে, তা বেশ স্পষ্ট।







এরই মাঝে ফিটনেস ট্রেনারের সঙ্গে খুলামখুল্লা প্রেম করছেন আমির কন্যা, যা নিয়ে জল্পনা তুঙ্গে।
বলিউডে পা না রাখলেও বর্তমানে একের পর এক ফটোশ্যুট করতে শুরু করেছেন ইরা খান।







একেবারে অন্যরকম লুকে ফটোশ্যুট করেন আমির-কন্যা। চিরাচরিত পোশাকের বাইরে একেবারে অন্যরকম লুকে সেই ফটোশ্যুট করেন ইরা খান।
আমির-কন্যার সেই ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। তবে ভবিষ্যতে মেয়েকে অভিনয় জগতে আনবেন কি না, সে বিষয়ে কিছু জানাননি আমির খান।
তবে, এরই মাঝে খুল্লাম খুল্লা প্রেম করছেন ইরা। জানা গিয়েছে আমির খানের ফিটনেস ট্রেনার নূপুর শিখারের সঙ্গে প্রেম করছেন তিনি।







ইরার প্রায় দ্বিগুণ বয়সী নূপুর। একাধারে ইরার ট্রেনারও বটে তিনি। অবশেষে নিজের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ইরা।
আর কদিন পরেই প্রেম দিবস। আর প্রেম দিবসের আগেই প্রেম সপ্তাহে নিজের ইনস্টাগ্রামের দেওয়ালে ফিটনেস কোচ নুপূরের সঙ্গে একগুচ্ছ রোম্যান্টিক ছবি পোস্ট করলেন আমির কন্যা।
ইরা লেখেন, ‘এটা আমার সৌভাগ্য যে আমি তোমার সঙ্গে এবং তোমাকে প্রমিস করতে পারছি’। বর্তমানে খুল্লাম খুল্লা প্রেম করছে আমির কন্যা।






