ন;গ্ন শরীরের ঝুলছে গণেশের লকেট, ভাইরাল রিহানা

ফের সংবাদ শিরোনামে উঠে এলো মার্কিন পপ তারকা রিহানার নাম। ট;পলেস অবস্থায় গলায় গণেশের লকেট পরে তুমুল বিতর্কের সম্মুখীন হয়েছেন গায়িকা।

কৃষক আন্দোলন নিয়ে টুইট করার পরপরই বলি তারকার একাংশের বিরাগ ভাজন হন রিহানা। এবার ট;পলেস অবতারে গণেশের লকেট পরে ফের বিতর্কে জড়ালেন তিনি।

সম্প্রতি রিহানার একটি ছবি তুমুল ভাইরাল হয় সোশ‍্যাল মিডিয়ায়। সেখানে শুধুমাত্র একটি শর্টস পরে ক‍্যামেরাবন্দি হন তিনি।

অ;না;বৃত বুক ঢেকেছেন দুহাত দিয়ে। তবে যা নজর কাড়ছে তা হল রিহানার গলায় একটি গণেশের লকেট। আর এই ছবিই নতুন করে বিতর্কের কেন্দ্রে এনেছে রিহানাকে।

এর আগে দিল্লি বর্ডারে কৃষক আন্দোলনের স্থানে ইন্টারনেট বন্ধ করে দেওয়া নিয়ে টুইট করেন রিহানা। এই সংক্রান্ত একটি খবরের আর্টিকেল রিটুইট করে তিনি লেখেন, ‘এই বিষয়ে আমরা কথা বলছি না কেন?’

রিহানার এই টুইট ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ‍্যে। টুইটারেও ট্রেন্ড করতে থাকেন তিনি। তবে মার্কিন গায়িকাকে সপাটে উত্তর দিতে দেরি করেননি কঙ্গনা।

তীব্র কটাক্ষ করে তিনি লেখেন, ‘কেউ এই বিষয়ে কথা বলছে না কারণ ওরা কৃষক নয়, স;ন্ত্রা;সবাদী যারা ভারতকে ভাগ করতে চায়।

যাতে চিন আমাদের দুর্বল ভ;গ্ন দেশকে অধিকার করে আমেরিকার মতো চিনা কলোনি বানাতে পারে। বোকার মতো কথা না বলে বসে থাকো। তোমাদের মতো আমরা আমাদের দেশকে বেচব না।’

শুধু তাই নয়, রিহানাকে ‘প;র্ন গায়িকা’ বলে কুৎসিত আক্রমণ শানান তিনি। অভিনেত্রী মন্তব‍্য করেন, রিহানা সুনিধী চৌহান ও নেহা কক্করের মতোই একজন গায়িকা।

শুধু তিনি গান গাওয়ার সময় অ;শ্লী;ল অ;ঙ্গভ;ঙ্গি করেন ও ক‍্যামেরার সামনেই গো;না;ঙ্গ প্রদর্শন করেন। এছাড়া আর বিশেষ কিছুই নেই রিহানার মধ‍্যে।

এখানেই থামেননি কঙ্গনা। তিনি আরো লেখেন, ‘আমাদের অন্তর্বর্তী বিষয় নিয়ে টাকা খেয়ে এই মার্কিন প;র্ন;স্টা;রদের মতামত শুনে যারা উত্তেজিত হচ্ছেন, ৯৯ শতাংশ ভারতীয়রা আমেরিকানদের জীবনযাত্রা পছন্দ করেন না। অন‍্যতম অ;হ;ঙ্কারী, অর্থ নিয়ে ভাবা একটা সমাজ।’

জগমিৎ সিং নামে এক ব‍্যক্তির সাক্ষাৎকারের একটি ভিডিও শেয়ার করে কঙ্গনা অভিযোগ করেন, এই ব‍্যক্তি রিহানার বন্ধু।

স;ন্ত্রা;সবাদীদের সমর্থন করে সাহায‍্য করেন এই ব‍্যক্তি। সেই সূত্রেই রিহানা ভারতের কৃষক আন্দোলন নিয়ে টুইট করেছেন। রিহানাকে ফের ‘প;র্ন;স্টা;র’ বলে কটাক্ষ করতে দেখা যায় কঙ্গনাকে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.