আসন্ন আইপিএলের নিলামের আগেই নিজেদের বদলে ফেলছে প্রীতি জিন্তার কিংস ইলেভেন পাঞ্জাব।







জানা গেছে, কেএল রাহুলের নেতৃত্বাধীন ফ্র্যাঞ্চাইজি লোগো এবং নাম পরিবর্তনের পথে হাঁটতে পারে। নতুন নাম নিয়ে আইপিএলে আত্মপ্রকাশ করতে পারে কিংস ইলেভেন।
গত আসরে সেভাবে পারফর্ম করতে পারেনি কিংস ইলেভেন। আইপিএলের শুরুতে পরপর হারতে হয়েছিল পাঞ্জাবকে।
তবে তারপরেই টানা পাঁচ ম্যাচ জিতে লিগ পর্বে চমকে দেয়। একসময়ে প্লে অফে ওঠারও অন্যতম দাবিদার ছিল প্রীতির দল। তবে শেষ লগ্নে হতাশ হতে হয় তাদের।







জানা গেছে, আইপিএল শুরুর আগে কিংস ইলেভেন পাঞ্জাব নিজেদের নতুন নাম এবং লোগো সরকারিভাবে জানাতে চলেছে।
স্পোর্টসক্রীড়ার প্রতিবেদন অনুযায়ী, নিলামের আগেই এই নিয়ে বড়সড় ঘোষণা করতে পারে পাঞ্জাব।






