বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে খুব দ্রুত ভালোলাগার ভিডিওগুলি ভাইরাল হচ্ছে, পছন্দসই ভিডিওগুলি মানুষ একটি মাত্র ক্লিকেই ছড়িয়ে দিচ্ছেন পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে অন্তর্জালের মাধ্যমে।







ফেসবুক বা যেকোনো সোশ্যাল মিডিয়ায় প্রতিমূহুর্তেই অসংখ্য ভিডিও ভাইরাল হয়ে চলে, যে ভিডিওগুলি নজর কাড়তে সমর্থ, আঙুলের এক ছোঁয়াতেই সেগুলি ছড়িয়ে পড়ে আরো মানুষের সামনে।







কখনো বাচ্চাদের মজার কান্ড কারখানা, কখনো বা পশুপাখিদের অদ্ভুত কিছু দৃশ্য, আবার কখনো বা অদ্ভুত প্রতিভার নিদর্শন ভাইরাল হতে থাকে, এমনই একটি মজার দৃশ্য ভাইরাল হলো নেট দুনিয়ায়।







তেমনই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে এক সদ্যবিবাহিত দম্পতিকে। স্বামী প্রচলিত ট্রেন্ডে চলতে গিয়ে বৌকে কোলে নিতে যায়, আর পর মূহুর্তেই! পপাত চ!
স্ত্রীর ওজন স্বামীর থেকে একটু বেশিই ভিডিওতে যা বোঝা যায়, তার উপর বিয়ের শাড়ি গয়নার ভার। সব মিলিয়ে বেচারা স্বামীটি টাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়েন। যা দেখে হাসিতে ফেটে পড়েন নেট নাগরিকরা






