নতুন যে ছবিতে ১ সাথে দেখা যাবে ৩ খানকে

বহু বছর ধরেই বলিউড শাসন করছেন খানেরা। দীর্ঘদিন ধরে প্রত্যেক খানই নিজেদের ছবিতে অভিনয় প্রতিভা দেখিয়ে বিপুল জনপ্রিয়তা অর্জন করলেও তাদের একসঙ্গে দেখা যায়নি কখনোই।

তবে এবার সেটাই হতে চলেছে। একই ছবিতে হাজির হবেন অভিনেতা আমীর খান, শাহরুখ খান ও সালমান খান। খবর জিনিউজের।

তিন খানকে একই ছবিতে হাজির করার কৃতিত্ব অবশ্যই প্রযোজক আমির খানের। তার ছবি ‘লাল সিং চাড্ডা’র দৌলতেই একসঙ্গে পর্দায় আসতে চলেছেন বলিউডের ৩ ‘খান’।

একবার এক সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন, ”একসঙ্গে তিন খানকে পর্দায় আনা খুবই কঠিন।” এবার এই কঠিন কাজটাই সম্ভব করে ফেলতে চলেছেন পরিচালক অদ্বৈত চন্দন এবং প্রযোজক আমির খান ও কিরণ রাও।

জানা গেছে, নব্বয়ের দশকের স্মৃতি উসকে লাল সিং চাড্ডায় ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’র জনপ্রিয় চরিত্র ‘রাজ’-এর বেশে দেখা যাবে শাহরুখকে। আর সালমানকে দেখা যাবে ‘ম্যায়নে পেয়ার কিয়া’র প্রেমের ভূমিকায়।

‘লাল সিং চাড্ডা’ ছবির মূল চরিত্র আমিরকে ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ সিনেমার সেটে যেতে দেখা যাবে। আর সেখানেই এক ঝলক দেখা যাবে ‘রাজ’ রূপী শাহরুখকে। ইতোমধ্যেই কিং খান ক্যেমিও চরিত্রটির শ্যুটিংও সেরে ফেলেছেন। একইভাবে সালমানকেও ক্যেমিও চরিত্রে দেখা যাবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.