সোশ্যাল মিডিয়ায় একাধিক চর্চিত বিষয়ের মধ্যে অপর একটি বিষয় হলো বিরুষ্কা জুটি। এই বিরুষ্কা জুটি নেটমহলের সকলেরই খুব পছন্দের, কারণ এই জুটির দুজন মানুষই সকলের খুব কাছের।






একজন যিনি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি আর অপরজন বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী অনুষ্কা শর্মা। তবে আজকের প্রতিবেদন এই বিরুষ্কা জুটিকে নিয়ে নয়, বরং আজকে জানাবো বিরাটের দিদির সম্পর্কে।
বিরাট কোহলিকে নিয়ে আমাদের বহু আগ্রহ থাকলেও অনেকেই জানেন না তার পরিবারের কথা। বিরাট কোহলির একজন দাদা এবং একজন দিদি রয়েছেন। তার দাদার নাম বিকাশ এবং দিদির নাম






ভাবনা।তার দিদি ভাবনা খুব একটা লাইমলাইটে না এলেও সোশ্যাল মিডিয়ায় খুব এক্টিভ তিনি। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ার পাতায় ভাগ করে নেন নানা পরিবারের সঙ্গে কাটানো সময়ের ছবি।
তেমনি বিরুষ্কা জুটির বিয়ের সময় সামনে এসেছিল তার দিদি ভাবনার বেশ কয়েকটি ছবি। আর সেই ছবিগুলিকে ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে চর্চা। কারণ নেটিজেনদের






মতে বিরাটের দিদি ভাবনা এতটাই সুন্দরী যে, তিনি টেক্কা দিতে পারেন যেকোনো বলি অভিনেত্রীকে। এমনকি অনুষ্কাও নাকি সৌন্দর্যের পারদে হার মানবে ভাবনার কাছে।
ভাবনা নিজে একজন ব্যবসায়ী। তিনি বিয়ে করেছেন সঞ্জয় ধিংড়াকে। তার পরিবারে রয়েছে তাদের দুই সন্তান। যাদের নাম আয়ুষ এবং মেহেক। বিরাটের সঙ্গে তার দিদি ভাবনার সম্পর্ক অনেকটা বন্ধুর মতো। দিদির সাথে সাথে দিদির সন্তানেরাও বিরাটের কাছে খুব কাছের





