করোনার কারণে প্রায় ১১ মাস রাজ্য সহ গোটা দেশের প্রায় সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল।







এমন আবহে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এক্সামিনেশন (সিবিএসই) অধীনস্থ স্কুলগুলিকে নবম ও একাদশ শ্রেণীর অফলাইন পরীক্ষা কোভিড-১৯ সুরক্ষা প্রোটোকল কঠোর ভাবে মেনে চলার প্রস্তাব দিয়েছে বলে জানা গিয়েছে।
সেইসঙ্গে ২০২১-২২ এর নয়া শিক্ষাবর্ষ ১ এপ্রিল থেকে চালুরও প্রস্তাব দিয়েছে।
সিবিএসই-র পরীক্ষা নিয়ামত সনিয়াম ভরদ্বাজ স্কুলগুলির প্রিন্সিপালদের লেখা চিঠিতে বলেছেন, নবম ও একাদশের পড়াশোনার ক্ষেত্রে ঘাটতি চিহ্নিতকরণ ও প্রতিবিধানের জন্য পদক্ষেপ নিতে হবে।







কোভিড-১৯ সুরক্ষা বিধি অনুসরণ করে পরীক্ষা নিতে হবে।
পরীক্ষা নিলে তা পড়াশোনার ক্ষেত্রে ঘাটতি চিহ্নিত করতে সহায়ক হবে এবং নতুন শিক্ষাবর্ষে ব্রিজ কোর্সের মাধ্যমে এ বিষয়টির সমাধান করা যাবে।






