বৃহস্পতিবার মানেই টিআরপি তালিকা প্রকাশের দিন। তবে, এবারও সেরার স্থানে রয়েছে ‛অনুরাগের ছোঁয়া’। দুই মেয়ে সোনা-রুপাকে নিয়ে বাজিমাত করছে সূর্য-দীপা। কিন্তু






খানিকটা নম্বর কমেছে বৈকি। ৮.৬ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ‛জগদ্ধাত্রী’। ঈশান-গৌরি কিন্তু তাদের স্থান ধরে রেখেছে। ৮ রেটিং নিয়ে তারা রয়েছে তৃতীয় স্থানে।
এদিকে ঘাড়ে নিশ্বাস ফেলছে ‛নিম ফুলের মধু’। ৭.৮ রেটিং নিয়ে চতুর্থ স্থানে রয়েছে এই ধারাবাহিক। চলুন তবে দেখে নেওয়া যাক এ সপ্তাহের টিআরপি তালিকা।
১.অনুরাগের ছোঁয়া (Anurager Chowa)-৮.৮
২. জগদ্ধাত্রী (Jagadhatri)- ৮.৬
৩.গৌরী এলো (Gouri Elo)-৮.০
৪.নিম ফুলের মধু (Neem Fuler Madhu)- ৭.৮
৫.খেলনা বাড়ি (Khelna Bari)-৭.৫






৬.পঞ্চমী (Panchomi)/ বাংলা মিডিয়াম (Bangla Medium)- ৭.১
৭. রাঙা বউ (Ranga Bou)-৬.৯
৮. এক্কা দোক্কা (Ekka Dokka)-৬.৮
৯.মেয়েবেলা (MeyeBela)-৬.৩
১০.গাঁটছড়া (Gantchhora)-৬.২
কদিন হল টিভির পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‛তোমার খোলা হাওয়া’ ও ‛মন দিতে চাই’। কিন্তু এখনও পর্যন্ত সেরার তালিকায় নাম লেখাতে পারেনি এই ধারাবাহিক। কদিন হল টিভির পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‛মন দিতে চাই’।





