নম্বর কমল ‘অনুরাগের ছোঁয়া’র, দারুন রেজাল্ট ‘নিম ফুলের মধু’র, কে হল বেঙ্গল টপার? রইলো TRP তালিকা

বৃহস্পতিবার মানেই টিআরপি তালিকা প্রকাশের দিন। তবে, এবারও সেরার স্থানে রয়েছে ‛অনুরাগের ছোঁয়া’। দুই মেয়ে সোনা-রুপাকে নিয়ে বাজিমাত করছে সূর্য-দীপা। কিন্তু

খানিকটা নম্বর কমেছে বৈকি। ৮.৬ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ‛জগদ্ধাত্রী’। ঈশান-গৌরি কিন্তু তাদের স্থান ধরে রেখেছে। ৮ রেটিং নিয়ে তারা রয়েছে তৃতীয় স্থানে।

এদিকে ঘাড়ে নিশ্বাস ফেলছে ‛নিম ফুলের মধু’। ৭.৮ রেটিং নিয়ে চতুর্থ স্থানে রয়েছে এই ধারাবাহিক। চলুন তবে দেখে নেওয়া যাক এ সপ্তাহের টিআরপি তালিকা।

১.অনুরাগের ছোঁয়া (Anurager Chowa)-৮.৮
২. জগদ্ধাত্রী (Jagadhatri)- ৮.৬
৩.গৌরী এলো (Gouri Elo)-৮.০
৪.নিম ফুলের মধু (Neem Fuler Madhu)- ৭.৮
৫.খেলনা বাড়ি (Khelna Bari)-৭.৫

৬.পঞ্চমী (Panchomi)/ বাংলা মিডিয়াম (Bangla Medium)- ৭.১
৭. রাঙা বউ (Ranga Bou)-৬.৯
৮. এক্কা দোক্কা (Ekka Dokka)-৬.৮
৯.মেয়েবেলা (MeyeBela)-৬.৩
১০.গাঁটছড়া (Gantchhora)-৬.২

কদিন হল টিভির পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‛তোমার খোলা হাওয়া’ ও ‛মন দিতে চাই’। কিন্তু এখনও পর্যন্ত সেরার তালিকায় নাম লেখাতে পারেনি এই ধারাবাহিক। কদিন হল টিভির পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‛মন দিতে চাই’।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.