-সম্প্রতি মা হয়েছেন শুভশ্রী।রাজের সাথে বিয়ের পর পুত্রসন্তান জন্ম দিয়ে বেশ চর্চায় আছেন তিনি।এরই মধ্যে হঠাৎ নেট দুনিয়ায় ভাইরাল হলো তার একটি শুট্যিংয়ের সময়কার ভিডিও।
জানলে আশ্চর্য হবেন ভিডিও টি বেশ পুরনো হলেও অনুরাগীদের বেশ নজর কেড়েছে কিছু অস্বাভাবিকতার জন্য।
আপাতদৃষ্টিতে সাধারণ গানের শুট্যিংয়ের ভিডিও হলেও,মাঝেই মাঝেই পোশাক নিয়ে অপ্রস্তুত হতে দেখা যায় নায়িকা কে। ভিডিওটির শুরুতে একটি ড্যান্স ফ্লোরে পোশাক নিয়ে বেকায়দায় পড়েন শুভশ্রী।আবারো ভিডিওটির ২য় সিনে,আয়নার উপর ড্যান্স স্টেপ দেখানোর সময় আবারো পোশাক নিয়ে বেকায়দায় পড়তে দেখা যায় তাকে।
পোশাক নিয়ে এই অসুবিধার জন্য অভিনেত্রীকে বেশ কিছু তির্যক মন্তব্য ও শুনতে হয় অনুরাগীদের কাছ থেকে।সব মিলিয়ে ভিডিও টি এখন মাতিয়ে রেখেছে শুভশ্রীর অনুরাগী এবং সমালোচনাকারীদের।অনুরাগীরা তাদের পছন্দের অভিনেত্রীর কাজের মুহূর্ত গুলোকে বেশ আনন্দের সঙ্গেই উপভোগ করছেন ভিডিওটির মাধ্যমে।