লকডাউনের গৃহবন্দী মুহূর্তে যখন সাধারণ মানুষ থেকে শুরু করে খুদে প্রতিভা ওয়র্কিং ওমান থেকে শুরু করে গৃহবধূ সকলেই ভাইরাল হচ্ছে তখন অভিনেত্রীরা বাদ যাবেন কেন।
অভিনেত্রী দের যেকোন ভিডিও তো এমনিতেই হট। সম্প্রতি বাংলা সিরিয়ালের একজন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী আবার সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হলেন একটি হট ভিডিওর মাধ্যমে।
টেলিভিশন অভিনেত্রী শর্মিষ্ঠা আচার্য কে সকলেই চেনেন। ‘রাজলক্ষ্মী কুরুক্ষেত্রম’ সিরিয়ালে তিনি ছিলেন প্রধান চরিত্রে।মুখোশের আড়ালে সিরিয়ালে তিনি সেনা অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলেন।
গোপাল ভাঁড় ও জয় কালী কলকাত্তাওয়ালী সহ আরো অনেক সিরিয়ালে তিনি অভিনয় করেছেন। বাংলা টেলিভিশন জগতের একটি অতি পরিচিত মুখ তিনি যিনি অল্প সময়ের মধ্য দিয়েই অনেকগুলো কাজ করে সকলের মনে জায়গা করে নিয়েছেন।
মিষ্টি মুখের হাসি আর তার অভিনয় দক্ষতা সকলের মন জিতে নিয়েছে। এই জনপ্রিয় অভিনেত্রী কে সম্প্রতি সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হতে দেখা গেল। একটি জনপ্রিয় হিন্দি গানে নেচে তিনি সেটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করার সঙ্গে সঙ্গেই মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে ভিডিওটি।
‘কাভি চুপ চুপ রহে’ গানে নেচেছেন তিনি। ভিডিওটিতে দেখা যাচ্ছে তিনি লাল রঙের হট টপ আর কালো রঙের হট প্যান্ট পরেছেন। এই পোশাকে তাকে দুর্দান্ত সুন্দর লাগছে।
আর হিন্দি গানে তার নাচ সে তো অসাধারণ। না দেখলে বলে বোঝানো যায় না।তার গুণমুগ্ধ ভক্তরা তাকে কমেন্ট বক্সে প্রশংসা বাক্য ভরিয়ে দিয়েছে। প্রায় 10 হাজারের কাছাকাছি মানুষ ভিডিওটি লাইক করে ফেলেছেন।