প্রবাসে স্বামীর সঙ্গে থাক’লেও দেশীয় ঐতি’হ্য ভো’লেননি বলিউড ডিভা প্রিয়াংকা চো’পড়া। তাইতো যুক্ত’রা’ষ্ট্র থেকে’ই চাঁদ দেখে স্বামী নিক জো’নাসের হাতে উ’পোস ভঙ্গ কর’লেন এই প্রতি’ভাবান অভি’নেত্রী। পালন কর’লেন করওয়া চৌথ।
২০১৮-র ডিসে’ম্বরে নি’কের স’ঙ্গে বিয়ে হয় তার। এ নিয়ে দ্বি’তীয়’বার করওয়া চৌথ পালন ক’রলে’ন তিনি। মা’র্কিন যুক্তরা’ষ্ট্রের লস অ্যাঞ্জলসে এই সেলে’ব্রিটি দম্প’তির বাস। গতকাল করওয়া চৌথ পা’লনের পরেই সেই আবে’গমথি’ত
ছবি নিজে’র ইনস্টাগ্রাম প্রো’ফা’ইলে শেয়ার করেছেন অভিনে’ত্রী। স্বামী নিক জো’নাসের সুস্থতা কামনা করেই এই কর’ওয়া চৌথ পালন প্রিয়াংকার। ছবির ক্যা’পশনে নায়ি’কা লিখে’ছেন, “নিক জোনাস তোমায় ভালবাসি।”
ছবিতে নুড’ল স্ট্র্যা’প ব্লা’উজের সঙ্গে লাল রঙের শা’ড়ি পরে’ছেন প্রিয়াংকা। বলিউড মুভির রোম্যা’ন্টিক কাপলের পো’জে ছবি তুলে তা পোস্ট করেছেন। অ্যামাজন প্রাইমের জন্যে এক’টি ড্যান্স সো তৈরি করে’ছেন নিক প্রিয়াংকা জুটি। মূলত ভারতীয় সংগীতকে বেস করেই তা তৈরি হচ্ছে।
ভারতীয় বি’য়ের যে সংগীত পরম্পরা তাই দেখানো হবে এই শোয়ে। নিজে’দের বিয়ের সংগীত খুব ভালো লেগেছিল এই কাপলের। সেই থেকেই অনুপ্রে’রণা নিয়ে এমন শো তৈরির ভাব’না চিন্তা শুরু করেন দুজনে। কাজ অনেকটা এ’গোলেও এখনই তা রিলি’জ হবে না। কারণ মহা’মারী ক’রো’নার কারণে সব শুটিং সম্পূর্ণ হয়নি।
এবার প্রি’য়াংকাকে দেখা যাবে, নেটফ্লি’ক্স ফিল্ম ‘দ্য হো’য়াইট টাইগারে’। দ্য মেট্রিক্স ৪-এও অ’ভিনয় ক’রছেন তিনি। কেলিন ডি’ওনের স’ঙ্গে তাকে খুব শি’গগি’র কাজ কর’তে দেখা যাবে টে’ক্সট ফ্র ইউ-র সেটে।