কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র একটি ই’উ’টিউব চ্যা’নেল খুলেছেন। চ্যানেলের নাম দিয়েছেন ‘আমি শ্রীলেখা’। নিয়মিত এই চ্যানেলে ভিডিও আপলোড করেন তিনি। সেই চ্যানেলের অনেক সাবস’ক্রা’ইবারও হয়েছে।
এই চ্যানেলের ভিডিওতে এক ব্যক্তি শ্রীলেখার উদ্দেশ্যে কমেন্ট করেন, ‘এখানে কি আপনার ‘ন্যু’ড ক’ন্টে’ন্ট’ পাওয়া যাবে? তাহলে সাবসক্রা’ইব করবো’। এই কমেন্ট পেয়ে একটি অন্যরকম ভিডিও বানিয়েছেন শ্রীলেখা।
নে’টি’জেনের আবেদন রেখেই নিজের ই’উটি’উব চ্যানেল ‘আমি শ্রীলেখা’তে ‘ন্যু’ড ক’ন্টে’ন্ট’-এর একটি ভিডিয়ো বানিয়ে পোস্ট করেছেন শ্রীলেখা। তবে একটু অন্যভাবে।
ওই ব্যক্তির বি’কৃত মা’নসিকতার জবাবে মনোবিদের কাছ থেকে বিশেষ পরামর্শও তাঁর ভিডিয়োতে যোগ করেছেন অভিনেত্রী। সবটাই করেছেন অভিনব উপায়ে।
সাহসী এই ভিডিও দিয়ে পুরো সমাজকে নতুন এক বার্তা দিয়েছেন শ্রীলেখা। ওই ব্যক্তিকে কড়া জবাবও দিয়েছেন এই ভিডিওর মাধ্যমে।
বাংলা সিনেমা জগতের নাম করা অভিনেত্রী শ্রীলেখা মিত্র। শ্রীলেখাকে পছন্দ করেন না এমন মানুষ মেলা কঠিন। মাঝ খানে বেশ কিছু সময় তাঁকে ছবিতে কাজ করতে দেখা যাচ্ছিল না। কিন্তু আজকাল তিনি আবার ফিরেছেন পর্দায়। সিনেমাও করছেন।
কলকাতার আবেদনময়ী অভিনেত্রী হিসেবে খ্যাতি রয়েছে শ্রীলেখা মিত্রের। তার সাথে ঢাকাই ছবির দর্শকদের প্রথম সাক্ষাত ঘটে বাসু চ্যাটার্জির পরিচালনায় ফেরদৌসের বিখ্যাত ছবি ‘হঠাৎ বৃষ্টি’তে।
তবে তিনি দুই বাংলারই জনপ্রিয় ক’মেডি শো মী’রা’ক্কেল’র বিচারক হিসেবে নন্দিত হয়েছেন অনেক বেশি। জি বাংলার এই অনুষ্ঠানের বিচারকার্যের দায়িত্ব পালনের পাশাপাশি সা’ম্প্রতিককালে বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেও প্র’শংসিত হয়েছেন তিনি। এখনও নিয়মিত অভিনয় করে যাচ্ছেন তিনি।
ভিডিওঃ