অনেক ছোটবেলায় বাংলা ইন্ডাস্ট্রিতে পদার্পণ করেছিলেন শ্রাবন্তী। যদিও মাঝে বিবাহের জন্য বেশ কিছু বছর তিনি টলিউড থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন। তবে বিবাহবিচ্ছেদ এবং ছেলে বড় হওয়ার পর আরো একবার তিনি ফিরে এসেছেন টলিউডে। পেশাদারী জগতের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বারবার তিনি চর্চার বিষয় হয়েছেন।






তবে এবার বাংলা ইন্ডাস্ট্রির পাশাপাশি বাংলার বাইরে ভিন রাজ্য থেকে সেরা সম্মান পেলেন টলিউডের এই অভিনেত্রী। নিঃসন্দেহে এই খবর বাংলার জন্য ভীষণ গর্বের। সম্পতি এই খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। গত ৯ ডিসেম্বর হায়দ্রাবাদের প্রসাদ প্রিভিউ হলে তেলেঙ্গানা বাঙালি ফিল্ম ফেস্টিবলের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানের নাম রাখা হয়েছিল আয়না ২০২২। দুদিন ব্যাপী এই চলচ্চিত্র উৎসবে বিভিন্ন বাঙালি পরিচালকদের দ্বারা নির্মিত মোট ২৪ টি ছবি দেখানো হয় সকলকে।
এই সিনেমার মধ্যে ছিল শ্রাবন্তী চ্যাটার্জির একটি ছবি, যার জন্য তিনি সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন। দুদিন ব্যাপী এই অনুষ্ঠানে দেখানো হয়েছে শুভজিৎ মিত্র পরিচালিত অভিযাত্রিক, অরিন্দম শীল পরিচালিত মহানন্দা, শর্মিষ্ঠা দেব পরিচালিত কাদম্বরী আজও, অনির্বাণ ভট্টাচার্য পরিচালিত বল্লভপুরের রূপকথার মত নানান ছবি। ১১ ডিসেম্বর চলচ্চিত্র উৎসবটি শেষ হয়। উৎসবের শেষে শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যেখানে জনপ্রিয় বিভাগের সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন শ্রাবন্তী।






সোশ্যাল মিডিয়াতে সকলের সঙ্গে এই সুখবর ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। Instagram এ অনুষ্ঠানের বেশ কিছু ছবি পোস্ট করে সকলকে জানিয়েছেন এই সুখবর। Instagram এ পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, সিলভার রং- এর গাউন পরে স্টেজে দাঁড়িয়ে রয়েছেন তিনি। এক হাতে রয়েছে ট্রফি, অন্য হাতে রয়েছে মাইক্রোফোন। ছবির ক্যাপশনে লেখা রয়েছে, তেলেঙ্গানা চলচ্চিত্র উৎসব, আয়না ২০২২। জনপ্রিয় বিভাগে সেরা অভিনেত্রীর শিরোপা জিতলাম।
শ্রাবন্তীর এই সাফল্যে খুশী ভক্তরা। কেউ কেউ লিখেছেন, আপনি সফলতার যোগ্য ছিলেন। কেউ আবার লিখেছেন, আপনি একজন সুন্দরী অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন দক্ষ অভিনেত্রী। আবার কেউ লিখেছেন, তোমায় যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই বুঝেছিলাম তুমি কতটা বুদ্ধিমতী। এই সম্মানের যোগ্য অবশ্যই তুমি। তুমি জানো না তোমার মধ্যে কি কি গুন রয়েছে।





