জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী হিনা খান। এই অভিনেত্রীর শুরুটা হয় ড্রামা সিরিজ ‘ইয়ে রিশতা কিয়া কেহলাতা হ্যায়’ দিয়ে।
পরে রিয়েলিটি শো ‘বিগ বস’ এর একাদশ সিজনে অংশ নেওয়ার মাধ্যমে তিনি আরও খ্যাতি লাভ করেন। এরপর আর তাকে পেছনে তাকাতে হয়নি। ক্যারিয়ারে হেঁটেছেন অনেকটা পথ।







লাস্যময়ী হিনা খান
গোঁড়া কাশ্মিরি পরিবার থেকে উঠে এসেছেন হিনা। এরকম পরিবার থেকে অভিনেত্রী হওয়ার ইচ্ছা পোষণ করা যেন আকাশ কুসুম স্বপ্ন দেখা। বাবাকে রাজি করিয়ে তিনি দিল্লির একটি কলেজে ভর্তি হন।
এক বন্ধুর পরামর্শে তিনি একটি সিরিয়ালের জন্য অডিশন দেন। সিরিয়ালের পরিচালক তাকে দেখে পছন্দ করেন। পরদিন পরিচালক তাকে জানান, তিনি সিরিয়ালের প্রধান চরিত্রের জন্য নির্বাচিত হয়েছেন।







মোহনীয় রূপে হিনা খান
প্রাথমিকভাবে পরিবার অভিনয়ে রাজি হয়নি। মাত্র ২০ বছর বয়সে বাবা-মাকে না জানিয়েই অভিনয়ের জন্য দিল্লি চলে যান। সিরিয়ালের প্রোডাকশনের লোকজন তাকে থাকার জায়গা খুঁজে দিতে সাহায্য করেন।
মুম্বাইয়ে যাওয়ার এক সপ্তাহ পর তার বাবা জানতে পারেন মেয়ে অভিনয়ের জন্য মুম্বাইয়ে এসেছে। বিষয়টি জানতে পেরে মায়ের বান্ধবী এবং আত্মীয়রা হিনার পরিবারের সঙ্গে সম্পর্কচ্ছেদ করে।
সূর্যস্নানে হিনা খান
হিনার সিরিয়াল যখন জনপ্রিয়তা পেতে থাকে, তখন তার বাবা অভিনয়ের বিষয়টি মেনে নেন। শুটিং এর ফাঁকে হিনা পড়াশোনা করতেন। এমনও হয়েছে সারারাত শুটিং করে সকালে দিল্লি গিয়ে পরীক্ষায় অংশ নিতেন।







কিন্তু তার মা বিষয়টি মেনে নিতে পারছিলেন না। মায়ের সঙ্গে অনেক তর্ক-বিতর্কও হয়েছে হিনার। কিন্তু কোনো লাভ হয়নি। প্রতি বছর হিনার সিরিয়াল জনপ্রিয়তার শীর্ষে থাকতো। ধীরে ধীরে কখন যে তিনি ক্যামেরার প্রেমে পড়ে গেলেন, বুঝতেই পারেননি।
আকর্ষণীয় রূপে হিনা খান
‘ইয়ে রিশতা কিয়া কেহলাতা হ্যায়’ সিরিয়ালে ‘অক্ষরা’ চরিত্রে আট বছর অভিনয় করেন। ‘অক্ষরা’ নামেই তিনি ভক্তদের কাছে বেশি পরিচিত।
এই সিরিয়ালে দীর্ঘ সময় অভিনয় করার পর সামনে এলো ‘বিগ বস’ এর একাদশ মৌসুম। এই রিয়েলিটি শো এর মাধ্যমে নতুনভাবে জনপ্রিয়তা পান হিনা।







জলের সখ্যতায় হিনা খান
রকি জয়সওয়ালের সঙ্গে সম্পর্ক রয়েছে হিনার। রকি এবং তার বাবা মায়ের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতেও যান তিনি। বর্তমানে হিনা বিভিন্ন ওটিটি সিরিজে কাজ করছেন।
ক্যারিয়ারের ১১ বছরে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। গত বছর তিনি কান চলচ্চিত্র উৎসব ঘুরে এসেছেন। বিক্রম ভাটের সিনেমা ‘হ্যাকড’ দিয়ে এই অভিনেত্রী পা রেখেছেন বি টাউনে।






