নেই কোন ঝামেলা, বাড়ি বসেই ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করুন আধার কার্ড, জানুন বিস্তারিত

আধার-ভোটার, আধার-প্যান সেসব এখন অতীত। এবার আপনাকে নিজের ব্যাংক একাউন্টের সাথে প্যান ও আধার কার্ড করতে হবে লিঙ্ক। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) আধারের সঙ্গে লিঙ্ক না করা থাকে, তবে চিন্তার কোনও কারণ নেই। আমাদের প্রতিবেদনের মাধ্যমে আপনি ঘরে বসেই সম্পূর্ণ বিনামূল্যে এই কাজটি করে ফেলতে পারবেন।

তবে ২০১৯ সালের তহবিল তছরুপ-এর তৃতীয় সংশোধনী আইন অনুযায়ী এই লিংকের উল্লেখ আছে। যে কোনো সরকারি কাজ করতে গেলেই আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধারের লিঙ্ক থাকতে হবে। এটি আপনার ভবিষ্যতের ‘KYC‘ নথি হিসাবে ধরা হবে। কিন্তু কিভাবে করবেন এই লিঙ্ক। চলুন সেটা আগে জেনে নেওয়া যাক –

কীভাবে অ্যাপের মাধ্যমে আধার লিঙ্ক করবেন?
১) আপনার যে ব্যাংকে একাউন্ট আছে সেই ব্যাংকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে চালু করে নিন।

২) ‘MY Account‘ অপশনে গিয়ে আধার বিবরণ যাচাই করে নিন।

৩) যদি আপডেট না থাকে, তবে ‘Update Details’-এ ক্লিক করুন।

৪) নিজের আধার নম্বর নির্দিষ্ট জায়গায় লিখুন এবং ‘Submit‘ বাটনে ক্লিক করুন।

৫) আপডেট হয়ে গেলে আপনার নির্দোষ্ট মোবাইল নম্বরে একটা মেসেজ পাবেন ও আপনার পক্রিয়া সম্পূর্ণ হবে।

কীভাবে অনলাইনে আধার লিঙ্ক করবেন?

১) ব্যাংকের অ্যাপ না থাকলেও করতে পারবেন সেক্ষেত্রে আপনার ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করুন।

২) আপনার ইন্টারনেট ব্যাঙ্কিং-এ ‘Log In‘ করুন।

৩) ‘My Account‘ খুলুন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার আপডেট করুন।

৪) ব্যাংকের ইন্টারনেট ব্যাঙ্কিং লগইন ও পাসওয়ার্ড দিন।

৫) আধার নম্বর দেওয়ার পর ‘Submit’-এ ক্লিক করুন পক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যাবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.