বলিউডের নতুন তারকাদের মধ্যে অন্যতম হলেন সইফ আলি খান ও অমৃতা সিংয়ের মেয়ে সারা (sara ali khan)। এই অভিনেত্রীকে প্রথম সুশান্ত সিং রাজপুত (sushant singh rajput) এর সাথে বলিউডে পদার্পণ করতে দেখা যায়। ‘কেদারনাথ’ ছবিতেই তিনি প্রথম অভিনয় করেন। তারপরে
রণবীর সিং থেকে বরুণ ধাওয়ানের বিপরীতে তাকে দেখতে পাওয়া যায়। এছাড়াও রয়েছে এখন অনেক ছবিতে কাজ করার সুযোগ।
সোশ্যাল মিডিয়াতেও এই অভিনেত্রী খুবই অ্যাকটিভ। প্রায়ই তাঁকে শেয়ার করতে দেখা যায় বহু ছবিও ভিডিও। কখনো মা ভাইয়ের সঙ্গে বিদেশে ছুটি কাটানোর ছবি আবার কখনও হট লুকে ফটো স্যুটের ছবি। সব সময়ই তিনি তাঁর ভক্তদের কাছে নতুন নতুন স্টাইলে আসতে চান। সম্প্রতি তাঁর একটি মজার ভিডিও ভাইরাল হয়েছে।
ভিডিওটিতে স্পষ্টই দেখা যাচ্ছে হাসপাতালে একটি বেডে সারা আলি খান (Sara ali khan) শুয়ে আছেন। তাঁর গায়ে ঢাকা আছে একটি নীল কাপড়। স্যালাইনও লাগিয়ে দেওয়া হয়েছে তাঁর হাতে। ডাক্তাররা তাঁকে ঘিরে আছেন। তিনি দাঁত তুলতে গেছেন। তাঁর দাঁত তুলবেন ডক্টর রাজেশ শেট্টি। দাঁত তুলতে গিয়ে সারা ( Sara ali khan) বলেছেন যে কিছুক্ষণের মধ্যেই তাঁর দাঁত তোলা হবে। তাঁর দাঁত তোলার আগে তিনি চান অন্তত তাঁর ডাক্তারের সাথে পরিচয়টা সেরে ফেলতে।