পরণে নেই প্যান্ট, ছোট পোশাকে বেরিয়ে আসছে ব;ক্ষযুগল, ভাইরাল মধুমিতা সরকার

মধুমিতা সরকার। স্কুল জীবন থেকে মডেলিং দিয়ে নিজের কেরিয়ার শুরু। এরপর টেলিইন্ডাস্ট্রিতে প্রথম পদার্পণ সিরিয়ালের হাত ধরে। প্রথম সিরিয়ালেই দর্শকের মনে জায়গা করে নেন এই সুন্দরী অভিনেত্রী৷

প্রথম ধারাবাহিক ছিল সানন্দা টিভিতে ‘সবিনয় নিবেদন’। এই ধারাবাহিকে অভিনয় করতে করতে ধারাবাহিকের নায়ক সৌরভের সাথে প্রেমের সম্পর্কে জড়ান।

এই ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পর স্টার জলসার তিনটি প্রোজেক্টে একটানা অভিনয় করেন মধুমিতা। প্রথমে ‘কেয়ার করি না’ ধারাবাহিকে জুনির চরিত্র তারপরই ‘বোঝেনা সে বোঝেনা’ সিরিয়ালে পাখির চরিত্র এরপর ‘কুসুম দোলা’ ধারাবাহিকের ‘ইমন’ চরিত্রটি। প্রতিটি চরিত্র দর্শকের খুব ভালো লাগে।

‘কুসুম দোলা’ ছিল মধুমিতার শেষ ধারাবাহিক। এরপর অভিনেত্রী ওয়েব সিরিজ এবং সিনেমা দুইতে অভিনয় করা শুরু করেন। ২০১৯ সালে ‘জাজমেন্ট ডে’ ওয়েব সিরিজে সোহিনী সরকারের সাথে মধুমিতা অভিনয় করেন আর বেশ প্রশংসা পান।

এরপর ২০২০ সালে প্রথম বড় পর্দাতে অভিষেক করেন অর্জুন চক্রবর্তীর বিপরীতে ‘ লাভ আজ কাল পরশু’ সিনেমা দিয়ে। এই সিনেমার অভিনয় ধারাবাহিকের মতো বাঙালি দর্শকদের কাছে বেশ প্রশংসা পায়।

এখানেই শেষ নয় এরপর অভিনেত্রী সেই বছরের শেষ সপ্তাহে করোনা আবহেই ক্রিস্টমাসেই রুপোলি পর্দায় মুক্তি পেয়েছিল অভিনেত্রী মধুমিতা সরকারের দ্বিতীয় ছবি ‘চিনি’। এই ছবিতে মধুমিতার ডাকনাম হয় চিনি।

এবার বাঙালি দর্শক মধুমিতাকে পাখি নয় চিনি বলে ডাকতে পছন্দ করেছেন। চিনির অভিনয় বেশ ভালোই লেগেছে দর্শক মহলে।

মধুমিতা এখন টলিউড ফ্যাশনের এক অন্যতম নাম। অভিনয়ের পাশাপাশি নিজের বোল্ড ফটোশুটে মাতিয়ে রাখছেন অভিনেত্রী। আর অভিনেত্রী নিজের আগের সিরিয়ালের লুক ছেড়ে নিজেকে সুন্দর করে সাজিয়ে গ্রুম করেই নিজেকে অন্য রুপে হাজির হয়েছেন।

আর এই রুপ দেখে ঘায়েল সকলে। আর এই রুপ দিয়ে এখন অভিনেত্রী টলিউডের হট ডিভা। কখনো শাড়ি তো কখনো শটস পড়েই হাজির হন মধুমিতা। আর সবেতেই নিজেকে সাবলীলভাবে উপস্থাপনা করতে বেশ পটু হয়ে উঠেছেন নায়িকা। আর নিজের দিকে ফোকাস রাখতে হয় তা ভালো করেই জানেন অভিনেত্রী।

টলিপাড়ার একজন স্টাইল আইকন এবং বম্বশেল বয়স ২৬ এর এই বঙ্গতনয়া। দিন দিন নিজের চেনা ছক ভেঙে নিজেকে হট অবতারে মেলে ধরছেন অভিনেত্রী।

মধুমিতার এই ট্রান্সফরমেশনের নতুন লুকে নজর কেড়েছেন আট থেকে আশি সকলকে। নিজের নতুন রূপে মধুমিতা মুগ্ধ করেছেন অসংখ্য নেটিজেনকে। নিত্যদিন বেড়ে চলেছে তাঁর নতুন ফ্যানদের সংখ্যা।

এবার অভিনেত্রী নতুন ফটোশুটে নেট দুনিয়াতে আগুন ধরালেন। স্লি;ভলেস নীল ফ্লোরাল ড্রেসে আর খোলা চুল ও স্বল্প মেক আপে হট ফটোশুট করলেন।

উন্মুক্ত ব;ক্ষ বিভাজিকা , লাস্যময়ী আবেদন আর চোখের চাহনিতে কাহেল সকলে। মাত্র ৪ ঘন্টায় এই ফটোশু;ট ৪৫ হাজারের বেশি লাইক পেয়েছে। নিমেষে ভাইরাল হয় এই ফটোশু;ট।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.