২০২০ – র শুরু থেকেই একের পর এক খারাপ খবর পেয়েছে দেশ থেকে শহরবাসী। আর তাই ২০২১ আসতেই মাতোয়ারা সকলে।







বর্তমানে শহর মেতেছে নতুন বছরকে স্বাগত জানাতে। সাধারণ মানুষের পাশাপাশি নতুন বছরকে বরণ করে নিচ্ছে টলিপাড়ার সেলেবরাও।
আর সেই তালিকা থেকে কিভাবে বাদ যেতে পারেন টলিপাড়ার ছিপছিপে কোমরের অধিকারীনি? বুঝতে পারছেন না তো এখানে কার কথা হচ্ছে?







টলিপাড়ার ছিপছিপে কোমরের অধিকারীনি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী ছাড়া আর কেইবা হতে পারে। ২০ বছরকে বিদায় জানিয়ে নাচের মাধ্যমে ২০২১ কে স্বাগত জানালেন ঋতাভরী।
মডেলিং জগতে কেরিয়ার শুরু করার পর ছোটপর্দায় এরপর ঋতাভরী এখন বড় পর্দাতেও নিজের উপস্থিতি প্রমাণ করে চলেছেন। শুধুমাত্র সুন্দরী নন, মন খানাও ভারী ভালো ঋতাভরীর।
অভিনয়ের পাশাপাশি অভিনেত্রী মেদহীন ছিপছিপে কোমড়ে স্পর্শকাতর, চাবুকের মতো পিঠের পৃষ্ঠপোশক দর্শকমহল। নিত্যদিনই নিজের নানারকম লুক-এর ছবি শেয়ার করেন সুন্দরী।







আর যা দেখতে নেটদুনিয়ায় ট্র্যাফিক জ্যাম। প্রতিদিনের ন্যায় বর্ষবরণের রাতেও বাদ যায়নি অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া কাঁপানো পোস্ট।
ভিন্ন ভিন্ন মেজাজে বিষময় বিষ সালকে বিদায় জানিয়ে ২০২১ সালের ভবিষ্যতকে স্বাগত জানান টলিপাড়ার সব তারকারা। কেউ আসর জমান ঘরোয়া আড্ডায়, কেউ ভ্রমণের মাঝেই রোমান্টিক হয়ে উঠেছেন, কেউ আবার পুরোদমে পার্টি মুডে।
সেই তালিকা থেকে নিজেকে সরিয়ে রাখতে পারেনি অভিনেত্রী ঋতাভরী। ২০ বছরকে নাচের মাধ্যমে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানান অভিনেত্রী।







সম্প্রতি ইন্সটাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন ঋতাভরী। সেখানে অভিনেত্রীকে শর্টস স্কাট, টপ ও হান্টার শু পরে নাচতে দেখা গিয়েছে।
উহু পাব, ডিস্কো ভাববেন না যেনও ঘরের মধ্যেই বর্ষবরণে আনন্দে মেতেছিলেন তিনি। তবে, তিনি একা নন তার সঙ্গে ভিডিওতে লক্ষ্য করা গিয়েছে আরও একজনকে।







জানেন কে সে? তিনি হলেন মধুজা ভৌমিক। তিনি সোফায় বসেই নাচে তাল মেলান। ঋতাভরী ভিডিওটি পোস্ট করে হাসির ইমোজি দিয়ে ক্যাপশনে লেখেন ‘আমি এবং মধুজা ভৌমিক বলছি বিদায় ২০২০’। তবে ঋতাভরীর নাচ দেখে পুরুষদের যে ঘুম উড়তে বাধ্য তা বলাই বাহুল্য।






