ঘুরতে যেতে আমরা সকলেই ভালোবাসি। তার থেকেও বেশি ভালোবাসি সেই ঘুরতে যাওয়ার ছবি দেখতে। কোথাও থেকে ঘুরে আসার পর বহুদিন সেই ছবি উল্টে পাল্টে দেখি আমরা।







নায়ক থেকে নায়িকা সকলেই বহুদিন লকডাউন এর জন্য আটকে আছেন বাড়িতে। নিউ নরমাল শুরু হবার আগেই তাই সকলেই কমবেশি বেরিয়ে পড়েছেন ঘুরতে।
বেশিরভাগ অভিনেতা-অভিনেত্রীদের একমাত্র বেরোনোর জায়গা মালদ্বীপ। তাই মাঝে মাঝেই আমাদের চোখে পড়ে সেখানকার জলরাশির মধ্যে ছবি তুলতে আমাদের প্রিয় অভিনেতা অভিনেত্রী দের।







তাদের মধ্যেই একজন হলেন নুসরাত ভারুচা। তিনি সম্প্রতি বেশকিছু ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন সকলের সাথে।
তবে এই সমস্ত ছবি গত বছরের। চলতি বছরে কোথাও ঘুরতে যাবার দুঃখ তিনি ভুলিয়ে রেখেছেন এভাবে।
তবে গত বছরের ছবি দেখেই সকলের চোখ কপালে উঠে গেছে। সোশ্যাল মিডিয়াতে তিনি ছবি শেয়ার করে লিখলেন, এটা নিছকই তার স্মৃতিচারণা।







যেকোনো অভিনেত্রীকে ১০ গোল দিয়ে দিতে পারেন এই অভিনেত্রী। তার অসাধারণ সৌন্দর্য চোখে পড়ার মতো। তার বি’কি’নি পরিহিত ছবি দেখে যেন চোখ সরানো যাবে না।
স্বচ্ছ সাদা শ্রা’গ এবং কালো রোদচশমা র আড়ালে তাকে দেখতে লাগছে মারকাটারি সুন্দরী। তবে সব থেকে যেটি নজরে পরার, তাহলে তার শরীরে ট্যাটু।
ট্যাটু আজকাল খুব সাধারন একটি জিনিস। সকলেই কমবেশি শরীরে ট্যাটু করিয়ে রাখেন। তবে তার শরীরে এমন একটি জায়গায় ট্যাটু রয়েছে, যা বারবার দেখতে ইচ্ছা করবে সকলের।







গো’পন অ’ঙ্গ থেকে উঠে আসে দুটি ডানা। সম্পূর্ণ ট্যাটু চোখে পড়বে না আপনার, দেখার অদম্য ইচ্ছে থাকলেও দেখতে পাবেন না আপনি।
এই অর্ধেক ট্যাটু যেন আরো বেশি উত্তেজনা বাড়িয়ে দিয়েছে দর্শকের। সব মিলিয়ে মালদ্বীপের সী বিচ যেন কত বছর উত্তপ্ত হয়ে উঠেছিল।
View this post on Instagram
আশা করা যায় আবার যখন তিনি ঘুরতে যাবেন, এই রকম বহু সুন্দর ছবির সাক্ষী থাকব আমরা। শুধুমাত্র সমুদ্র নয়, তার ছবিতে উঠে এসেছে পাঁচতারা হোটেলের বিভিন্ন খাদ্য সম্পদ।
এছাড়াও মাছেদের সঙ্গে সাঁতার কাটার কথা কোনদিন ভুলবেন না তিনি। হঠাৎ তার সামনে কচ্ছপ এসে যাবার অভিজ্ঞতা শেয়ার করেছিলেন সকলের সাথে।






