টালিউডের জনপ্রিয় জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলার (Ankush Hazra-Oindrila Sen) রসায়ন নিয়ে তোলপাড় গোটা টি-টাউন।







এই জুটি তাদের ক্যারিয়ারের ব্যস্ততার মধ্যেও চুটিয়ে প্রেম করছেন। তাদের এই সম্পর্ক ১০ বছরে পদার্পণ করল। আজ অঙ্কুশের (Ankush Hazra) জন্মদিন।
আর ভালবাসার দিনে ভালোবাসার মানুষের জন্মদিনের শুভেচ্ছা প্রদান করতে গিয়ে ঐন্দ্রিলা (Oindrila Sen) তাদের দুইজনের হট ছবি পোস্ট করেছেন। রিপ্লাই দিয়েছেন অভিনেতাও।







সম্প্রতি প্রেমিক যুগল একটি ফ্ল্যাট কিনেছেন। সেই ফ্ল্যাটেই শিফট করে গেছেন দুজনে। এই বছরের শেষের দিকেই তাঁরা একসাথে বাঁধা পড়বে বলে জানা গিয়েছে।
পুরো বাঙালি রীতিতে বাঙালি সাজগোজে তাঁদের বিয়ে হবে বলে খবর পাওয়া গেছে।
ফেব্রুয়ারি মাস হল প্রেমের মাস। রোজ ডে, প্রপোজ ডে, কিস ডে, ভ্যালেন্টাইন ডে সবই রয়েছে এই মাসের মধ্যেই।







ভ্যালেন্টাইন ডে হল ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ। আর এই দিনই হচ্ছে অঙ্কুশের জন্মদিন। ভালোবাসার দিনে ভালোবাসার মানুষকে উইস না করলে কি চলে?
তার উপর আবার সেই দিনটি যদি হয় ভালোবাসার মানুষের জন্মদিন। তাই এবার অভিনেত্রী ঐন্দ্রিলা (Oindrila Sen) তাঁর প্রেমিককে বার্থডের শুভেচ্ছা জানাতে গিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করলেন এই জুটির একটি হট ছবি।







ইতিমধ্যে বহু মানুষ এই ছবিটিকে পছন্দ করেছেন। ছবির ক্যাপশনে লিখেছেন ‘Birthday hain ek hot post to banta hain’। অঙ্কুশ (Ankush Hazra) রিপ্লাই দিতে গিয়ে লিখেছেন ‘Haaye garmii’।
সম্প্রতি এই জুটিকে প্রথম একটি বাংলা ছবিতে একসঙ্গে দেখা যাবে। রাজ চন্দ (Raja Chanda) পরিচলিত ম্যাজিক ছবিতে ইন্দ্রজিতের চরিত্রে দেখা যাবে অঙ্কুশ কে।
অঙ্কুশের (Ankush Hazra) বিপরীতে থাকবেন ঐন্দ্রিলা (Oindrila Sen)।






