পরনের জামা হাত দিয়ে তুলে যা দেখিয়ে ভাইরাল হলেন শ্রীলেখা মিত্র

বাংলা চলচ্চিত্র জগতের বেশ পরিচিত অভিনেত্রী হচ্ছেন শ্রীলেখা মিত্র। ৫০ ছুঁই ছুঁই বয়স নিয়েও পুরুষদের মনের অন্দরে ঝড় তোলার ক্ষমতা রাখেন তিনি।

বহু মানুষের বিশেষ পছন্দের পাত্রী হিসেবে জায়গা করে নিয়েছেন এই বাঙালি অভিনেত্রী। উচ্চ স্বরেই কথা বলতে পারেন যে কোনো অন্যায়ের বিরুদ্ধে। সোশাল মিডিয়ায় তার পোস্টগুলোতেও আগুন ঝরে।

সেই সোশাল মিডিয়ায় ফের সাহসী হলেন তিনি। এক্সারসাইজ ভে’স্ট কিছুটা তুলে উন্মুক্ত পেটে হাত দিয়ে ছবি পোস্ট করলেন শ্রীলেখা। ক্যাপশনে লিখলেন, ও বলছে যেতে পারি কিন্তু কেন যাব।

কার উপস্থিতি ভাবাচ্ছে অভিনেত্রীকে? সেই জট খুলেছেন শ্রীলেখা নিজেই। ক্যাপশনের পাশেই পরিষ্কার করে লিখেছেন, ও মানে ভুঁড়ি, সব বুঝিয়ে দিতে পারব না।

জিমে ঘাম ঝরিয়েও মেদ ঝরছে না অভিনেত্রীর! তাই কি তিনি চিন্তিত? নাকি অনুরাগীদের সঙ্গে খুনসুটির মেজাজে রয়েছেন টলিউডের অন্যতম পরিণত অভিনেত্রীদের মধ্যে অন্যতম শ্রীলেখা?

সে কথার উত্তর যদিও মেলেনি। তবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে অভিনেত্রীর পোস্টে বাড়ছে লাইক। মজা করে অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায় লিখেই ফেললেন, থাক যেতে হবে না।

পাশাপাশি অনুরাগীরাও কমেন্ট করে নিজেদের একই অবস্থার কথা জানাচ্ছেন অভিনেত্রীকে। কেউ লিখছেন মজা করে, আবার কারো কথায় মেদ না কমার আফসোসের সুর।

নিজের মতো করে ভাল থাকতে ভালবাসেন শ্রীলেখা। মানুষের থেকে দূরত্ব তৈরি করেছেন। কাজের বাইরে বেশির ভাগ সময় কাটে আদরের পোষ্যদের সঙ্গে। পার্টিও করেন না অভিনেত্রী। নভেম্বর মাস জুড়ে তিনি ব্যস্ত থাকবেন ওয়েব সিরিজের শু’টিংয়ে। আসছেন পরিচালনাতেও।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.