সম্প্রতি ফের আরও একবার উ-ষ্ণ-তার পা-রদ বাড়িয়ে তুললেন বাংলার এই অভিনেত্রী । অভিনয় জগতের সাথে যুক্ত তারকা বা অভিনেতা-অভিনেত্রীরা বাস্তব জীবন কেমন হয় তা জানার আগ্রহ আমাদের কমবেশি সকালের থাকে। লাইট-ক্যামেরা-অ্যাকশন এর পাশাপাশি সাধারণ মানুষ হিসেবে কেমন ভাবে জীবন কা-টান তা জানতে উ-দ-গ্রী-ব হয়ে থাকি আমরা। তবে সেই সমস্ত কিছু মাঝেমধ্যে জানতে পারি শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ।কারণ অভিনেতা-অভিনেত্রীরা মাঝে মধ্যেই তাদের অনুগামীদের জন্য বেশ কিছু মুহূর্ত তুলে ধরার চেষ্টা করেন যার দ্বারা বোঝা যেতে পারে যে শু-টিং সেট এর বাইরেও তাদের জীবন ঠিক কেমন ।
কতটা হাসিখুশি কতটা খোলামেলা বা কতটা ব-দ-মে-জাজি সবকিছুই ফুটে ওঠে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ।ঠিক সেরকমই আর একবার হল বাংলা জনপ্রিয় ধারাবাহিক এর এই অভিনেত্রীর সাথে। সম্প্রতি দর্শকদের নজর এর জনপ্রিয়তা কু-ড়ি-য়েছেন খরকুটো ধারাবাহিকের তিন্নিদিদি । যার আসল নাম হলো রুকমা রায় । বিভিন্ন বিভিন্ন রকম চরিত্রে অভিনয় করে তিনি রীতিমতো জনপ্রিয়তার তু-ঙ্গে এই মুহূর্তে । বেশ কিছুদিন আগে কিরণমালা ধারাবাহিকে অনেকখানি জনপ্রিয়তা অর্জন করেছিলেন এই অভিনেত্রী । তবে ইদানিং তাকে দেখা যাচ্ছে সাদাকালো জামানাতে
রীতিমতো ভিড় বাড়িয়েছে তার প্রোফাইলে । নেটিজেনরা সবকিছু ফেলে এখন অধীর আগ্রহে অপেক্ষা রত তার পরবর্তী ছবিগুলোর জন্য। সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট পরিমাণে সক্রিয় থাকেন বাংলার এই অভিনেত্রী । মাঝেমধ্যেই বাড়িয়ে তোলে নিজের জনপ্রিয়তা শুধুমাত্র কয়েকটি ছবি বা ভিডিও ব্যবহার করে ।এবং ঝড়ের গতিতে ভাইরাল হয় সেই সমস্ত ছবি বা ভিডিও-গু-লি । মু-হূর্তের মধ্যে ঘু-ম উ-ড়ে যা-য় তরুণ প্রজন্মের । এবারও তার অন্যথা হলো না । ফের আরো একবার ঘু-ম উ-ড়লো তরুণ প্রজন্মের শুধুমাত্র একটি ছবি ব্যবহার করে।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন রুকমা রায় । আর তাতেই পরে গেছে শো-র-গো-ল । ছবিটিতে রুকমা রায়কে দেখা যাচ্ছে, অতুলনীয়। চোখে রয়েছে সানগ্লাস, সাথে মানানসই মেকআপ। খো-লা চু-ল এবং উ-ন্মুক্ত না-ভিতে তাকে দেখতে লাগছে খা-সা। ঝ-ড়ের গ-তিতে ভাইরাল হয়েছে সেই ছবিটি । ইতিমধ্যে অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন সেই ছবির কমেন্ট সেকশনে।তবে সম্প্রতি রুকমা খল নায়িকার চরিত্রে অভিনয় করছেন খড়কুটো ধারাবাহিকে । প্রথম সারির অভিনেত্রীদের মধ্যেও নিজের নাম গ-ভীর-ভা-বে প্রতিষ্ঠিত করে নিয়েছে তিনি এ কথা অ-স্বী-কার ক-রার উপায় নেই।