পরপর ৪ ম্যাচ হেরে বেন স্টোকসকে নিয়ে মুখ খুললেন রাজস্থানের অধিনায়ক স্মিথ

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ধারাবাহিক পারফরম্যান্সের দিক থেকে বেশ এগিয়ে আছে দিল্লি ক্যাপিটালস। রাজস্থান রয়্যালসের বিপক্ষে নিজেদের ছয় নম্বর ম্যাচেও শক্তিমত্তার উপর্যুপরি প্রয়োগ দেখিয়েছে স্রেয়াশ আইয়ারের নেতৃত্বাধীন দলটি। ফলে দিল্লির দুর্ভেদ্য প্রতিরোধের দেয়াল ভাঙতে ব্যর্থ হয়েছে রাজস্থান।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে স্টিভেন স্মিথের রাজস্থানকে ৪৬ রানে হারিয়েছে দিল্লি। এদিন ক্যাপিটালসদের দেয়া ১৮৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ২ বল হাতে রেখেই ১৩৮ রানে অলআউট হয় রাজস্থান।

ফলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে দিল্লি। একই সঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছে তারা। বর্তমানে ৬ ম্যাচে ৫ জয় পাওয়ায় আইয়ারবাহিনীর পয়েন্ট দাঁড়িয়েছে ১০ এ। অপরদিকে সমান সংখ্যক ম্যাচে মাত্র ২টিতে জয় পাওয়া রাজস্থানের পয়েন্ট ৪।

আজকের ম্যাচে দিল্লির এই জয়ের পেছনে সিংভাগ কৃতিত্ব বোলারদের। কারণ তাঁদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে যথেষ্ট বেগ পেতে হয়েছে রাজস্থান ব্যাটসম্যানদের।

বিশেষ করে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা। ৩.৪ ওভারে ৩৫ রান খরচায় ৩ উইকেট শিকার করেন তিনি।

এদিকে দিল্লীর বিপক্ষে ম্যাচ হেরে পোষ্ট ম্যাচ প্রেজেন্টেশন সেরিমনিতে কথা বলতে গিয়ে স্টিভ স্মিথ বলেন যে, “আমার মনে হয় যে উইকেট দ্রুত হারানোয় আপনি পরে কোনো সাহায্য পান না। আমরা গত চারটি ম্যাচে ভালো শুরু করতে পারিনি।”

বেন স্টোকসের প্রত্যাবর্তন নিয়েও কথা বলেছেন স্মিথ। দ্রুতই এই দলে অলরাউন্ডার বেন স্টোকস যোগ দেবেন। এ ব্যাপারে কথা বলতে গিয়ে স্টিভ স্মিথ বলেছেন যে,

“স্টোকস আমার হিসেবে ১০ দিন পরেই আসতে পারবেন। তবে এখন ও দল থেকে খুব বেশি দূরে নেই। আশা রয়েছে যে ওর ফেরত আসার আগে আমরা কিছু জয় হাসিল করতে পারব আর তারপর ভালো গতি হাসিল করে ফেলব। আমার মনে হয় না যে আমাদের খুব বেশি ঘাবড়ানোর প্রয়োজন রয়েছে, এটা স্রেফ আমাদের পরিকল্পনাগুলিকে চালু করার আর দীর্ঘ সময় পর্যন্ত কিছু ভালো ক্রিকেট খেলতে হবে। আমরা গত তিনটি ম্যাচে এমনটা করতে পারিনি আর আমাদের এটা যত দ্রুত সম্ভব পূর্ণ করতে হবে। আশা রয়েছে যে দ্রুতই অল্প অল্প গতি পাওয়া যাবে”।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.