চ্যাম্পিয়ন ছবিতে গৌণ ভূমিকায় অভিনয় করার মাধ্যমে ডেবিউ করলেও মিমি চক্রবর্তীকে আর কখনও পিছন ফিরে তাকাতে হয়নি।







কারণ এরপর তিনি পান রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে ধারাবাহিক গানের ওপারে তে অভিনয় করার সুযোগ।
এরপর একাধিক চলচ্চিত্রে দেখা গেছে এই অভিনেত্রীকে।সম্প্রতি রাজনীতির মঞ্চেও পা ফেলেছেন এই অভিনেত্রী।







ধারাবাহিক এর পর বোঝেনা সে বোঝেনা,প্রলয়,যোদ্ধার মতন সিনেমায় দেখা যায় তাকে।কিছুদিন আগেই মুক্তি পেয়েছে মিমি চক্রবর্তী ও অনির্বাণ ভট্টাচার্য অভিনীত ফিল্ম ‘ড্রাকুলা স্যার’।
এই ফিল্মে মিমির অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছে। দেবালয় ভট্টাচার্য পরিচালিত এই ফিল্ম করোনা আবহেও বক্স অফিসে বেশ ভালোই সাফল্য পেয়েছে।







অভিনেত্রী মিমি বর্তমানে সাংসদ হিসেবেও পরিচিতি লাভ করেছেন। প্রায়ই নিজের পাটুলির অফিসে বসে সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন এবং তা সমাধান করার ব্যবস্থা করেন তিনি।
করোনা আবহে লকডাউনের সময় মিমি নিজের উদ্যোগে ত্রাণ বন্টনও করেছিলেন।এত কিছুর মধ্যেই তিনি এই ছবিটি শেয়ার করে প্রমাণ করে দিলেন, তিনি তার অনুগামীদের ও যথেষ্ট খেয়াল রাখেন।







সম্প্রতি অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী ইন্সটাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা গেছে তিনি কালো স্বচ্ছ একটি গাউন পরে আছে। স্বচ্ছ পোশাকের নিচে স্পষ্ট দেখা যাচ্ছে কালো অন্তর্বাস।
ভিডিওটি পোস্ট করতেই লাইক কমেন্টের ছড়াছড়ি। এমন বোল্ড আবতারে ভিডিওটি দেখে অনেকে বাহ বাহ দিলেও সমালোচনা কম হয়নি।






